নিজস্ব প্রতিবেদন : ‘মানিকে মাগে হিথে’ গানের মতোই এখন দেশ-বিদেশে জয়জয়কার চলছে ‘কাঁচা বাদাম’ গানের। একজন সাধারণ বাদাম বিক্রেতার গান এইভাবে ভারত ছাড়াও বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করবে তা হয়তো কল্পনাতীত। তবে সেটাই করে দেখিয়েছেন বীরভূমের এই বাদাম বিক্রেতা।
বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুরের কুড়ালজুড়ি গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর কাঁচা বাদাম বিক্রি করার সময় যাতে তার ব্যবসায় আলাদা নজর কাড়ে তার জন্য তিনি এই গান রচনা করেছিলেন। নিজে গান রচনা করার পাশাপাশি সুর দিয়েছেন নিজেই। তারপর সেই গান ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তিনি ভাইরাল হওয়ার পর একেবারে সেলিব্রেটিতে পরিণত হয়েছেন। বারংবার বিভিন্ন মানুষ তাকে এই গান গাওয়ার জন্য আবেদন জানাচ্ছেন।
এত লোকের আবেদনে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের গান গাইতে গাইতে হাঁপিয়ে উঠেছেন। তিনি এখন যেখানেই যাচ্ছেন সেখানে লোকে তাকে ঘিরে সেলফি তোলার পাশাপাশি তার কাছে গান শুনতে চাইছেন। এ মতো পরিস্থিতিতে তিনি আরও একটি গান তৈরি করেছেন যাতে তিনি বলেছেন, এই গান গাইতে গাইতে তার মাথা ধরে যাচ্ছে।
তবে সে যাই হোক এই বাদাম বিক্রেতার গানে এখন মজেছে এপার বাংলা, ওপার বাংলা। সম্প্রতি তার বাড়িতে এসে বাংলাদেশ থেকে তৈরি করে গিয়েছে ভিডিও, এমনকি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় হাস্যকৌতুক ভিডিও ক্রিয়েটর স্যান্ডি সাহাও এসে মজার ভিডিও তৈরি করে গিয়েছেন। এমত অবস্থায় যখন এই ‘কাঁচা বাদাম’ গান ট্রেন্ডে, তখন বসে থাকতে পারলেন না বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভিডিও ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম।
বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক হিরো আলম ‘কাঁচা বাদাম’ গানের হিন্দি ভার্সন লঞ্চ করে এই মুহূর্তে সাড়া ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে তিনি গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেও পুরো বিষয়টি দেখিয়েছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে।
বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক হিরো আলম ‘কাঁচা বাদাম’ গানটিকে একটু অন্যভাবে গাওয়ার চেষ্টা করেছেন। যদিও এই ভিডিওর কাজ এখনো শেষ হয়নি বলেই তিনি জানিয়েছেন। এই ভিডিওটি ছাড়াও আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হিরো আলম ফুটিফাটা প্যান্ট, মলিন টি-শার্ট পরে মাথায় গামছা জড়িয়ে, গলাতে বাদামের ঝুড়ি ঝুলিয়ে রাস্তায় বাদাম বিক্রি করতে বেরিয়েছেন।
অন্যদিকে তার এই ‘কাঁচা বাদাম’ গানের হিন্দি ভার্সন জনপ্রিয়তা লাভ করলেও ট্রোলের বন্যা বইতে বাকি থাকেনি সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় তার এই গান নিয়ে নানান ধরনের মন্তব্য শুরু হয়েছে।