নিজস্ব প্রতিবেদন : আসমুদ্র হিমাচল এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু ‘মানিকে মাগে হিথে’। শ্রীলঙ্কার ইয়োহানি ডি’ সিলভার সিংহলি ভাষা গাওয়া এই গান এখন সবথেকে বড় ট্রেন্ডিং। আর এই ট্রেন্ডিং পাওয়া গানকে এখন যে যার মতো করে গাইতে চাইছেন।
কেউ গাইতে চাইছেন অরিজিনাল গানটিকে, কেউ আবার গাওয়ার চেষ্টা করছেন নতুন নতুন শব্দ জুড়ে দিয়ে। ঠিক এই কাজটাই করলেন বাংলাদেশের তারকা হিরো আলম। গানের প্রথম দিকে বেশ কয়েকটা শব্দ একই রাখলেও পরবর্তীতে জুড়ে দিয়েছেন নিজের পছন্দের শব্দ।
গত শনিবার বাংলাদেশের এই তারকা হিরো আলম ‘মানিকে মাগে হিথে’-এর নিজের ভার্সন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। তিনি তার এই ভার্সন আপলোড করার পরেই তা জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মাধ্যমে। ইতিমধ্যেই তা ৫ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন।
হিরো আলম জনপ্রিয় এই সিংহলি ভাষায় গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’-এর সুর একই রেখে গানের কথায় জুড়ে দিয়েছেন, ‘তেল গেল ফুরাইয়া… বাতি যায় নিভিয়া… কী হবে আর কান্দিয়া?’ আর এই গানটি তিনি স্টুডিওতে রেকর্ডিং করার পাশাপাশি ভিডিও শুটও করিয়েছেন।
তবে হিরো আলমের গলায় গাওয়া এই গানটি কিছু সংখ্যক মানুষের কাছে জনপ্রিয় হয়ে দাঁড়ালেও অধিকাংশ মানুষই বিরক্ত প্রকাশ করেছেন। শ্রোতাদের বিরক্ত প্রকাশ হিরো আলমের সেই গানের কমেন্ট বক্স দেখলেই টের পাওয়া যায়।
অন্যদিকে হিরো আলমের গলায় গাওয়া এই গানটি হাসির খোরাক হয়ে পড়লেও তা লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। পাশাপাশি হিরো আলম নিজেই জানিয়েছেন তিনি কেন এই গান গাইলেন। গান গাওয়ার কারণ জানাতে গিয়ে হিরো আলম জানিয়েছেন, ‘নিজের ইচ্ছেতেই এই গানটি গেয়েছি।’ পাশাপাশি তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের লক্ষাধিক অনুরাগী তাকে এই গানটি গাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম। সেই সকল আবদারের পরিপ্রেক্ষিতেই তিনি এই গান গেয়েছেন।