Hero Classic 125: বাইকের দুনিয়াতে হিরো হল ক্রেতাদের কাছে অন্যতম ভরসার একটি ব্র্যান্ড। হিরো কোম্পানী গ্রাহকদের কথা চিন্তা করেই অত্যন্ত কম দামে মার্কেটে একটি বাইক লঞ্চ করেছে। গ্রাহকদের কাছে রীতিমত সারা ফেলে দিয়েছে হিরোর এই নয়া বাইক। এর নাম হলো Hero Classic 125 বাইক। সাধারণ মধ্যবিত্তের কাছে টু হুইলারের চাহিদা সর্বদাই বেশি থাকে। আজকের প্রতিবেদনে আমরা জানতে পারবো এই নতুন বাইক সম্পর্কে বিস্তারিতভাবে।
হিরো, চলতি বছরে তার নয়া বাইকটিকে লঞ্চ করেছে আপডেট ভার্সনের সঙ্গে। এতে অত্যাধুনিক ফিচারস ব্যবহার করা হয়েছে। যা গ্রাহকদের মধ্যে এই বাইকটির চাহিদা আরো বেশি বাড়িয়ে তুলেছে। বাইকের ইঞ্জিন থেকে শুরু করে একাধিক ফিচারস ক্রেতাদের মধ্যে এক উন্মাদনা সৃষ্টি করেছে। এর ইঞ্জিনও খুব শক্তিশালী, আসুন এই প্রতিবেদনে জেনে নিই বাইকটির নয়া ফিচারস সম্পর্কে।
বহুদিন বাদে হিরো মার্কেটে এমন একটি বাইক লঞ্চ করেছে যা সত্যি আকৃষ্ট করেছে গ্রাহকদের। এর একাধিক নিত্যনতুন ফিচারস সম্পর্কে এই প্রতিবেদনেই জানতে পারবেন। কোম্পানি এই বাইকটি (Hero Classic 125) লঞ্চ করেছে বিভিন্ন ধরনের উন্নত ফিচারস এর সঙ্গে যেমন এলইডি হেডলাইট, টেইল লাইট, ডিজিটাল এনালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও আছে অন্যান্য অনেক বৈশিষ্ট্য যা বাইকটিকে নিরাপত্তা দেয়। বাইকটিকে নিরাপত্তা প্রদান করে সামনের দিকের ডিস্ক ব্রেক এবং আরও অনেক কিছু।
আরো পড়ুন: বাইকের মাইলেজ বাড়াতে এবং তেল খরচ কমাতে গেলে গিয়ার বদলাতে হবে এই নিয়ম অনুযায়ী
বাইকের (Hero Classic 125) দামের প্রসঙ্গ উঠলে অবাক না হয়ে পারবেন না। মার্কেটে যেসব বাইক বর্তমানে রয়েছে তাদের তুলনায় অনেক কম মূল্যের এই বাইকটি নিয়ে এসেছে হিরো কোম্পানি। কোম্পানি Hero Classic 125 বাইকের দাম খুব কম রেখেছে, এর এক্স-শোরুম মূল্য ৬৫,০০০ টাকা। সাধারণ মধ্যবিত্তের একেবারে হাতের নাগালের মধ্যেই রয়েছে এই বাইকটি। দীর্ঘদিন ধরে যারা বাইক কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এর থেকে ভালো অপশন আর হতে পারে না।
পাশাপাশি বাইকটির ইঞ্জিনও যথেষ্ট শক্তিশালী। বাইকটির সবথেকে বড় বৈশিষ্ট্য হল এতে রয়েছে একটি 124.7cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা বাইক থেকে আরও বেশি শক্তি প্রদান করতে সহায়তা করে। এই বাইকের মাইলেজ সন্তুষ্ট করবে গ্রাহকদের। এই বাইকটি প্রতি লিটারে ৬০ কিমি মাইলেজ দেয় এবং এতে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। যাদের বাইক কেনার পরিকল্পনা আছে তারা অবশ্যই দেখতে পারেন এই বাইকটি।