Hero brings Maxi Scooter to take on Yamaha in the Indian market: বর্তমানে বিভিন্ন টু হুইলার কোম্পানিগুলো অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ি লঞ্চ করছে মার্কেটে। মানুষের স্বাদ যত দিন যাচ্ছে ততই ভিন্ন রকম হচ্ছে এবং টু হুইলারের ক্ষেত্রেও এটির ব্যতিক্রম ঘটেনি। যুগের সাথে তাল মিলিয়ে ক্রেতাদের পছন্দে এসেছেন নতুনত্ব। তাই পুরনো ফিচারস সম্পন্ন স্কুটার অনেকেরই নাপসন্দ। Hero MotoCorp নিয়ে আনলো অ্যাডভেঞ্চার স্টাইল ম্যাক্সি স্কুটার (Hero Maxi Scooter)। স্কুটারটি প্রকাশ্যে আনা হবে 2023 EICMA অনুষ্ঠানে ।
সম্প্রতি কোম্পানি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছে যার থেকে জানা যায় যে, এই অত্যাধুনিক স্কুটারের (Hero Maxi Scooter) তিনটি মডেল সামনে আসতে চলেছে। হিরো ভারতীয় বাজারে জবরদস্ত টেক্কা দেবে Yamaha Aerox 155, Aprilia SR 160 এবং Suzuki Burgman স্কুটারকে। পোস্টটি থেকে আরও জানা যায় যে, সংস্থা ক্যাপশনে লিখেছে ‘দু চাকায় SUV’ আসছে ভারতীয় বাজারে।
কোম্পানি যে তিনটি স্কুটার মার্কেটে লঞ্চ করতে চলেছে তাদের নাম হতে পারে X-Plore, X-Cite এবং X-Perience।স্কুটার প্রেমীদের জন্য সত্যিই সুখবর। দেশের বৃহত্তম টু হুইলার কোম্পানি Hero MotoCorp এর এই নতুন ধরনের স্কুটার (Hero Maxi Scooter) স্বাভাবিকভাবেই আলোচনার সৃষ্টি করেছে বিভিন্ন মহলে। পুরনো ছক ভেঙে নতুন বাজারে প্রবেশ হিরো মটোকর্পের।
এবার জেনে নেব বিস্তারিতভাবে অত্যাধুনিক এই স্কুটারটির ফিচারস সম্পর্কে। স্কুটারের (Hero Maxi Scooter) ফ্রন্ট লুকে থাকবে LED হেডল্যাম্প এবং সমন্বিত LED DRL যা প্রিমিয়াম মোটরবাইক Ducati Hypermotard-এ দেখা যায়। পাশাপাশি থাকবে অ্যাডজাস্ট করা যাবে এমন উইন্ডস্ক্রিন, এর ফলে স্কুটারের লুক হবে আরো আকর্ষণীয়। স্কুটারের ইঞ্জিন Hero Xtreme ১৬০ 4V বাইক থেকে অনুসরণ করা হবে। ফলে ১৬৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হবে। এই ইঞ্জিন সর্বোচ্চ ১৬.৬ হর্সপাওয়ার এবং ১৪.৬ এনএম টর্ক তৈরি করতে সক্ষম।
স্কুটারটির বাড়তি ফিচারস এর মধ্যে উল্লেখযোগ্য হল, ফুল কালার TFT ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেসন, মিউজিক প্লেব্যাক, রাইডার টেলিমেটিক্স ইত্যাদি। অতএব হিরো মটোকর্প আনতে চলেছে সম্পূর্ণ ফিচারপ্যাক কম্প্যাক্ট স্কুটার। এই স্কুটারের দাম হবে ১.৩০ লাখ টাকা।