Hero Destini 125 Xtec: মার্কেটে এলো হিরোর নতুন বাইক, অত্যাধুনিক ফিচারস মন জিতবে আমজনতার

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Hero Destini 125 Xtec: ভারতীয় মার্কেটে হিরো বহুদিন ধরে তার আধিপত্য কায়েম করে রয়েছে। এই সংস্থার গ্রাহক সংখ্যা নেহাত কম না। এই কোম্পানির বিভিন্ন বাইক গ্রাহকদের প্রথম পছন্দ এর ফিচারস এর জন্য। সম্প্রতি কোম্পানিটির নতুন প্রজন্মের একটি স্কুটার লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। ১২৫ সিসি সেগমেন্টে হিরো মোটোকর্প গ্রাহকদের জন্য আনতে চলেছে এক নয়া আকর্ষণ।

Advertisements

সংস্থার হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক (Hero Destini 125 Xtec) স্কুটারটি বাজারে আসতে চলেছে একেবারে নতুনরূপে। ভারতীয় বাজারে খুব তাড়াতাড়ি এর পদার্পণ ঘটতে চলেছে। ডিজাইন এবং আধুনিক ফিচারস মিলিয়ে স্কুটারটি গ্রাহকদের মন জয় করবে নিঃসন্দেহে। বিশদ বিবরণ জানতে পারা যাবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

Advertisements

হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক-এর (Hero Destini 125 Xtec) প্রথম যে লুকটা সামনে এসেছে তাতে ধরা পড়েছে যে সামনে বৃহৎ অ্যাপ্রন আছে। অ্যাপ্রনের একদম নীচের দিকে আছে টার্ন ইন্ডিকেটর। পাশাপাশি পাওয়া যাবে কপার ক্রোম কালারের ফ্রন্ট অ্যাপ্রন আর তার সাথে আছে মিরর। গ্রাহকরা এই স্কুটারে পেয়ে যাবে ক্রোম ফিনিশ। সাইড প্যানেলে ও টেল সেকশনেও একই রঙ আছে। এছাড়াও পেছনে টার্ন ইন্ডিকেটর খানিকটা উঁচুতে প্রতিস্থাপন করা হয়েছে।

Advertisements

আরো পড়ুন: বাজাজ এর Chetak e-Scooter এ করে এক চার্জেই ঘুরে আসুন দিঘা থেকে

বাড়তি ফিচারস আছে H-আকৃতির ডিআরএল সহ এলইডি হেডলাইট, সমন্বিত ব্যাকরেস্ট সহ একটি পিলিয়ন গ্র্যাবরেল আর ব্লুটুথ কানেক্টিভিটি ও টার্ন-বাই-টার্ন নেভিগেশন। স্কুটারটিতে (Hero Destini 125 Xtec) আছে একটি ১২৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৭,০০০ আরপিএম গতিতে ৯ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১০.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ১২ ইঞ্চি হুলেই সঙ্গে দেওয়া হবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মোনোশক সাসপেনশন।

ভারতীয় মার্কেটে হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক-এর প্রতিদ্বন্দ্বী বহু রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির নাম হল, TVS Jupiter 125, Suzuki Access 125 এবং Honda Activa 125। এই বাইকগুলোর দাম মোটামুটি ৮০,০০০ থেকে ৮৫,০০০ টাকা ধার্য করা হতে পারে। তবে ভারতে কবে এই স্কুটারটি লঞ্চ করা হবে সেই সম্পর্কে আদৌ কিছু জানা যায়নি। তবে গ্রাহকদের মধ্যে অবশ্যই এই স্কুটারটি উন্মাদনা সৃষ্টি করবে।

Advertisements