নিজস্ব প্রতিবেদন : এর আগে পর্যন্ত আমরা যতগুলি ই-বাইকের কথা শুনেছি বা জেনেছি সেগুলির প্রায় প্রতিটি চার্জ দেওয়ার জন্য ৪ ঘন্টা থেকে ৭ ঘন্টা সময় লাগে, এমনটাই জানা গিয়েছে। আর এবার এই দীর্ঘক্ষণ চার্জ দেওয়ার যে সময় সেই জায়গায় আরো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে Hero Electric এমন এক ধরনের ই-বাইক আনতে চলেছে যা চার্জ করতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। আর এই ৩০ মিনিট চার্জ করলেই তাতে যাওয়া যাবে ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। বিশ্বাস না হলেও সম্প্রতি সংস্থার তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
Hero Electric এবং EV Motors India (EVM) যৌথভাবে এমন নতুন ই-বাইক আনার পদক্ষেপ নিয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে আগামী এক বছর ধরে ১০,০০০ এমন ই-বাইককে তারা দেশের বিভিন্ন শহরে চালাবে। এরপর সফলতা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে যদি দেখা যায় গ্রাহকদের মধ্যে আরও নতুন ধরনের কোন চাহিদা রয়েছে তাও পূরণ করার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
এই প্রকল্পে EV Motors India ব্যাটারি সরবরাহ করবে। যে ব্যাটারি মাত্র ৩০ মিনিটে ফুল চার্জ হওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও EV Motors India (EVM) পরিচালিত বিভিন্ন চার্জিং স্টেশন তৈরি করা হবে যেগুলোতে এইসকল ই-বাইকগুলি চার্জ করা যাবে। আর সংস্থার তরফ থেকে যা যা দাবি করা হচ্ছে তা যদি বাস্তবায়িত হয় তাহলে ইলেকট্রিক গাড়ির জগতে বিশাল বদল আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে দীর্ঘক্ষণ চার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে, গাড়ি কেনার সময় ক্রেতাদের গাড়ির চার্জিং ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা দূর হবে।
Hero Electric এর সিইও সোহিন্দর গিল জানিয়েছেন, “ইলেকট্রিক গাড়ির জগতে চার্জ করার যে সমস্যা সেই ঝামেলা থেকে মুক্তি দিতে চলেছে আমাদের এই ই-বাইক। মাত্র ৩০ মিনিটে এই ই-বাইকের ব্যাটারি ফুল চার্জ হবে। আর এমনটা ই-গাড়ির জগতে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। আর এই ব্যাটারি শুধু দ্রুত চার্জ হবে তা নয়, দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি ব্যাটারির আয়ু দীর্ঘক্ষণ। যে কারণে একবার চার্জ দিলে দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়া যাবে।”