Hero Motocorp: হিরো মোটোকর্প লঞ্চ করল আপডেটেড মডেল, আগের চেয়েও দামে সস্তা নতুন গাড়িটি

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Hero Motocorp: হিরো মোটোকর্প লঞ্চ করল আপডেটেড মডেল, আগের চেয়েও দামে সস্তা নতুন গাড়িটি। চলছে উৎসবের মোরসুম। গোটা দেশজুড়ে আয়োজিত হচ্ছে একের পর এক উৎসব অনুষ্ঠান। এই সময়টাই গাড়ি বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ লক্ষ মাত্রা নির্ধারণ করে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। সেই লক্ষে পৌঁছানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করে থাকে তারা। হিরো মোটোকর্পের (Hero Moto Corp) তরফ থেকে সম্প্রতি নেওয়া পদক্ষেপটি বিশেষভাবে আলোচিত গাড়ি প্রেমীদের কাছে। সংস্থার পক্ষ থেকে এক্সট্রিম ১৬০ আর ২ ভি গাড়িটির আপটুডেট ভার্সন লঞ্চ করা হয়েছে এই বছর।

Advertisements

হিরো মোটোকর্পের (Hero Motocorp) আগের মডেলটির চেয়ে আপডেটেড মডেলটির দাম অনেক কম। মাত্র ১.১১ লক্ষ টাকা। অর্থাৎ আগের মডেলটির চেয়ে অনেক বেশি সাশ্রয়ী নতুন মডেলটি। অনেক কম দামে কেনা যাবে এই নতুন সংস্করণ। ফিচারসের দিক থেকেও অনেক বেশি আধুনিক নতুন মডেলটি। তাই পুরনো মডেলের তুলনায় নতুন মডেলটি ২০২৪ এর উৎসবের মরশুমে বাজার কাঁপাতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। যেহেতু দাম এবং ফিচার উভয় দিক থেকেই অনেক বেশি উন্নত নতুন মডেলটি তাই এই মডেলের বিক্রি বাড়তে পারে সর্বোচ্চ মাত্রা পর্যন্ত।

Advertisements

হিরো মোটোকর্পের (Hero Motocorp) এক্সট্রিম ১৬০ এর নতুন ভার্সনটিতে যুক্ত করা হয়েছে একাধিক নতুন ফিচারস। আগের মডেলটির মতন একই রকম বেস প্ল্যাটফর্মের উপরে নির্ভর করেই তৈরি করা হয়েছে আপডেটেড ভার্সনটিকে। ডিজাইনের ক্ষেত্রে তেমন কিছু পরিবর্তন করা হয়নি। দুটি গাড়িই প্রায় একই রকম দেখতে। কিন্তু নতুন ভার্সনে যুক্ত হয়েছে ২ ভালভ ইঞ্জিন কনফিগারেশন, রিভাইজড টেল লাইট, ফ্ল্যাটার পিলিয়ন সিট। এছাড়া থাকছে ড্র্যাগ রেস টাইমারের সুবিধাও।

Advertisements

আরো পড়ুন: Hero-র এই বাইক কড়া টক্কর দিতে চলেছে Mercedes-Benz, Land Rover-কে

একাধিক অত্যাধুনিক ফিচারস ছাড়াও কালার ভেরিয়েন্টের দিক থেকেও পাওয়া যাবে বেশ আকর্ষণীয় অফার। গাড়িটি একটি রেড একসেন্ট সহ একটি সিঙ্গেল স্টিলথ ব্ল্যাক রঙে কেনা যাবে। গাড়ির ইঞ্জিন অথবা হাহার্ডওয়ার কনফিগারেশনের ক্ষেত্রে কোন রকম পরিবর্তন করা হয়নি আপডেটেড ভার্সনে। হিরো মোটোকর্পের (Hero Motocorp) তরফ থেকে আগের ভার্সিটিতে যে ধরনের ইঞ্জিন বাহার্ডওয়্যার ব্যবহার করা হয়েছিল একই জিনিস ব্যবহার করা হয়েছে নতুন ভার্সিটিতেও।

হিরো মোটোকর্পের (Hero Motocorp) এক্সট্রিম ১৬০ পুরনো এবং নতুন দুটি ভার্সনেই ব্যবহার করা হয়েছে ১৬৩.২ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। তার সাথে যুক্ত রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স। ইঞ্জিনটি ১৪.৭৯ এইচপি এবং ১৪ এনএম টর্ক শক্তি উৎপাদন করতে সক্ষম। নতুন ভার্সনটিতে সম্পূর্ণ ডিজিটাল কনসোল ফিচারস পাওয়া যাবে বলে জানা গেছে। গাড়িটিতে থাকবে সিঙ্গেল ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং রিয়ার ড্রাম ব্রেকের সুবিধা। উৎসবের বাজার কাঁপাতে পারে এই নতুন গাড়িটি। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Advertisements