Hero MotoCorp: এক লিটার পেট্রোলে ছুটবে ৭৩ কিমি! জনপ্রিয় পুরাতন মডেল নতুনভাবে আনছে হিরো

Prosun Kanti Das

Published on:

Hero MotoCorp is relaunching the popular old model: কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। তেমনই হিরো (Hero MotoCorp) তার ৩০তম বার্ষিকী অনুষ্ঠানে লঞ্চ করলো নতুন মডেল। পুরনো মডেলকেই সাজিয়ে গুছিয়ে উন্নত প্রযুক্তি দিয়ে প্রকাশ করল এই নতুন মডেল। যে মডেলের নাম Splendor Xtec 2.0। যে মডেলে আলো থেকে ফুয়েল ট্যাঙ্কে হয়েছে নতুন সংস্করণ। কি কি পরিবর্তন করা হয়েছে? দামই বা কত আছে? আসুন জেনে নেওয়া যাক।

ভারতবর্ষের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি হল Hero MotoCorp-এর স্প্লেন্ডার। আর সেই স্প্লেন্ডারের Splendor Xtec মডেলকে সংস্করণ করে হিরো মোটোর্কপ বাজারে এনেছে Splendor Xtec 2.0। তাই যে সব বাইক লাভাররা হিরোর এই মডেল কেনার চিন্তাভাবনা করছেন তারা আজকের এই প্রতিবেদনে জেনে নিন হিরোর এই নতুন মডেলের ফিচারসহ দাম। তারপরেই সিদ্ধান্ত নিন হিরোর স্প্লেন্ডারের কোন মডেল কিনবেন।

প্রথমেই আসি ইঞ্জিনের বিষয়ে, স্প্লেন্ডারের এই নতুন মডেলে আন্ডারপিনিং এবং হার্ডওয়ারের ক্ষেত্রে একই বৈশিষ্ট্য রেখেছে। যে মডেলে রয়েছে ৯৭.২ cc এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। যে ইঞ্জিন টর্ক উৎপন্ন করে ৮০০০ rpm-এ ৮.০২ PS এবং ৬০০০ rpm-এ ৮.০৫ Nm। পাশাপাশি এই ইঞ্জিন যুক্ত রয়েছে ৪ স্পিড ট্রান্সমিশনের সাথে। তবে ফুয়েল ট্যাঙ্ক পরিবর্তন করা হয়েছে হিরোর Splendor Xtec 2.0-তে। দেওয়া হয়েছে ৯.৮ ফুয়েল ট্যাঙ্ক। যা এক লিটারে প্রতি কিলোমিটার মাইলেজ দেবে ৭৩ kmpl।

অপরদিকে বাইকের লাইটের ক্ষেত্রেও নয়া মডেলে উন্নত প্রযুক্তির লাইট ব্যবহার করা হয়েছে। পুরনো মডেল হিরো ব্যবহার করেছিল হ্যালোজেন হেডলাইট এবং একটি অফ সেট LED DRLs। তবে নয়া সংস্করণে প্রদান করা হয়েছে H আকৃতির LED DRLs সহ অল এলইডি লাইট এবং H আকৃতির টেল লাইট। পাশাপাশি যুক্ত করা হয়েছে হ্যাজার্ড লাইট ফিচার সাথে নতুন ডেডিকেটেড সুইট। এছাড়াও এই বাইকে পাওয়া যাবে গ্রাফিক্স। রঙের দিক থেকেও নতুন ম্যাট গ্রে, গ্লস ব্ল্যাক এবং গ্লস রেড সহ তিনটি ডুয়াল টোন রঙের বিকল্প পাবেন ক্রেতারা।

আরও পড়ুন 👉 Railway Loco Pilot Recruitment: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শিক্ষা, বড় সিদ্ধান্ত রেলের! কমবে ঝুঁকি, বাড়বে কর্মসংস্থান

এছাড়াও এই Splendor Xtec 2.0-তে পূর্বের গাড়ির মতোই যে উন্নত বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে তা হলো ব্লুটুথ কানেক্টিভিটি সাথে ফুল-এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল। যার মাধ্যমে এসএমএস এবং ফোন অ্যালার্ট পরিলক্ষিত হবে। পাশাপাশি সুবিধা পাওয়া যাবে ইউএসবি চার্জিং পোর্টের। অন্যান্য যে ফিচারগুলি রয়েছে তা হলো ইলেকট্রিক স্টার্টার, আইডিয়াল স্টপ-স্টার্ট সিস্টেম, যার মাধ্যমে ট্রাফিকে দাঁড়িয়ে থাকলে আপনা আপনি ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। এতে জ্বালানি সাশ্রয় হবে। সাথে সুবিধা পাওয়া যাবে সাইট স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফের।

দামের কথা যদি বলি এক্ষেত্রে Splendor Xtec-এর তুলনায় হিরো মোটোর্কপের এই নয়া মডেলের দাম ৩০০০ টাকা বেশি রয়েছে। অর্থাৎ হিরো মোটোর্কপের (Hero MotoCorp) স্প্লেন্ডারের নয়া মডেল Splendor Xtec 2.0-এর দাম রয়েছে ৮২,৯১১ টাকা। তেমন ফিচারও রয়েছে দুর্দান্ত। মনে করা হচ্ছে স্প্লেন্ডারের এই নয়া মডেল Hero Splendor Plus Xtec, Honda Shine 100 cc, Hero Passion Plus এবং Top-end TVS Radeon সহ অন্যান্য ১০০ cc-১১০ cc কমিউটার বাইকগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।