Hero Motocorp: ২০২৪ সালের শেষের দিকে বাজিমাত হিরোর, পিছনে পড়ল কারা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Hero Motocorp: সম্প্রতি ভারতের মার্কেটে টু-হুইলারের চাহিদা ক্রমশই যেন পড়তির দিকে। এর পেছনেও রয়েছে বিরাট বড় কারণ। যদি এই অজানা প্রশ্নের উত্তর জানতে চান আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। উৎসবের মরশুম শেষ হয়ে গেছে টু-হুইলারের চাহিদাও কমে গেছে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাজার চাঙ্গা হয়েছিল অনেকটাই। ব্যাপকহারে বিক্রিবাটা বৃদ্ধি পেয়েছিল। বছরের শেষের দিকে নভেম্বরে বাইক বৃদ্ধিতে শীর্ষে আছে কোন সংস্থা?

Advertisements

পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে যে, টু-হুইলার বিক্রির শীর্ষে ছিল হিরো মোটোকর্প (Hero Motocorp)। সংস্থার প্রায় ৪ লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে। এমনকি হোন্ডা, বাজাজ, টিভিএস-এর মতো ব্র্যান্ডকেও এই কোম্পানি পেছনে ফেলে দিয়েছে। বিগত ২ মাসের বিক্রির তুলনা করলে দেখা যাবে যে গত দুই মাসে হিরো মোটোকর্প তালিকায় পেছনে ফেলে দিয়েছে হোন্ডা, টিভিএস, বাজাজ, সুজুকি, রয়্যাল এনফিল্ডকে

Advertisements

হিরো মোটোকর্প (Hero Motocorp) গত বছর নভেম্বরে ৪, ৩৯,৭৭৭ ইউনিট গাড়ি বিক্রি করেছে। যদিও ২০২৩-এর নভেম্বরের ৪,৭৬,২৮৬ ইউনিট গাড়ি বিক্রি করেছিল এই কোম্পানি। অবাক করার বিষয় হল বিক্রি ৭.৬৭ শতাংশ কমেছে। ২০২৪-এর অক্টোবরের তুলনায় মাসিক বিক্রিও কমেছে ৩৩.০৭ শতাংশ। এই মোক্ষম সময়ে V2 রেঞ্জের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে হিরো। আশা করা হচ্ছে ভবিষ্যতে এর ব্যাপক বিক্রি বৃদ্ধি পাবে।

Advertisements

গত বছর কোন কোন কোম্পানির গাড়ি কত ইউনিট বিক্রি হয়েছে নিম্নে দেওয়া হল। হোন্ডা ২০২৪-এর নভেম্বরে ঘরোয়া বাজারে ৪,৩২,২৮৮ ইউনিট গাড়ি বিক্রি করেছে। ২০২৩-এর নভেম্বরে ৪,২০,৬৭৭ ইউনিট বিক্রির তুলনায় ২.৯০ শতাংশ বেশি। তবে ২০২৪-এর অক্টোবরের তুলনায় মাসিক বিক্রি ২১.৭৪ শতাংশ কমেছে।২০২৪-এর নভেম্বর মাসে ২,০৩,৬১১ ইউনিট বিক্রি করেছে বাজাজ অটো।পাশাপাশি পালসার, প্লাটিনা, ফ্রিডম সিএনজি-এর মতো জনপ্রিয় মডেলগুলোর দাম কমিয়েছে কোম্পানি।

আরও পড়ুন:Car Under 2 LakhsCar Under 2 Lakhs: পকেটে রেস্ত কম, চার চাকা ঘরে নিয়ে আসুন ২ লাখ টাকারও কমে

এবার সুজুকির বিক্রি কেমন হয়েছে সেটাই দেখার। ২০২৪-এর নভেম্বর মাসে ৭৮,৩৩৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে এবং ২০২৩-এর নভেম্বরের তুলনায় ৭.১১ শতাংশ বেশি। কিন্তু যদি মাসিক বিক্রি হিসাব করা হয় তাহলে ২৫.৩৫ শতাংশ কমেছে। রয়্যাল এনফিল্ডের বিক্রিতে আশ্চর্যভাবে পতন হয়েছে: ২০২৪-এর নভেম্বর মাসে ৭২,২৩৬ ইউনিট বিক্রি করেছে রয়্যাল এনফিল্ড, তুলনায় যা গত বছরের নভেম্বরের ৩.৮৬ শতাংশ এবং ২০২৪-এর অক্টোবেরর তুলনায় ২৯.১০ শতাংশ কম।

দেখা যাচ্ছে যে, নভেম্বরে টু-হুইলারের বিক্রি অনেকটাই কমে গেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে বড় কোম্পানিগুলি মোট ১৫,৩২,০৪৮ ইউনিট বিক্রি করেছে। ২০২৩-এর নভেম্বরে ১৫,৫০,৮৪৯ ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ বিক্রি কমেছে ১.২৩ শতাংশ। এমনকি, ২০২৪-এর অক্টোবরের তুলনায় মাসিক বিক্রিও ২৫.৭৫ শতাংশ কমেছে।

Advertisements