২৪ ঘন্টায় সর্বাধিক, দেশে করোনা পজিটিভের সংখ্যা ভাঙলো সব রেকর্ড

নিজস্ব প্রতিবেদন : লকডাউন একটু শিথিল হতেই দেশে তরতরিয়ে বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে যে পরিমাণ করোনা পজেটিভের খবর পাওয়া গেছে তা এযাবৎ একদিনের বৃদ্ধিতে সর্বাধিক। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল তাতে দেখা গিয়েছিল একদিনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৬৫৪ জন। আর গতকালকের পরিসংখ্যান ছিল এযাবৎ সবথেকে বেশি। তবে এবার সেই সব পরিসংখ্যানকেও ছাপিয়ে গেল রবিবার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ২৪ শে মে রবিবার সকাল আটটায় যে বুলেটিন পেশ করে তাতে দেখা যায় গত ২৪ ঘন্টায় ভারতে মোট আক্রান্ত ৬৭৬৭ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৩১,৮৬৮। যাদের মধ্যে আবার মৃত্যু হয়েছে ৩৮৬৭ জনের। আর গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৭ জনের।

তবে ভারতীয়দের কাছে আশার আলো এটাই যে এই বিপুলসংখ্যক মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পরেও ৫৪৪৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৫৭ জন। শতাংশের বিচারে ভারতে সুস্থ হয়ে ওঠার হার হল ৪১.২৮ শতাংশ। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দেশে মোট অ্যাক্টিভ করোনা রোগী ৭৩৫৬০ জন।

অন্যদিকে পশ্চিমবঙ্গের শনিবারের রিপোর্ট অনুযায়ী রাজ্যে মোট করোনা সংক্রামিত সংখ্যা হল ৩৪৫৯ জন। ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা পজেটিভ হয়েছেন ১২৭ জন। ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। রাজ্যে মোট সুস্থ ১২৮১ জন। ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে, রাজ্যে মোট মৃতের সংখ্যা (১৯৭+৭২) জন। রাজ্যে মোট অ্যাক্টিভ করোনা রোগী ১৯০৯ জন।

তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এত পরিমাণ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার কারণ হিসাবে জানানো হয়েছে টেস্টের পরিমাণ বাড়ানোর কথা। স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এখনো দাবি করা হয়েছে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তাদের বক্তব্য, মাত্র কয়েকটি রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাকি রাজ্যগুলি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সেই সঙ্গে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। সুস্থ হয়ে ওঠার হার যথেষ্ট ইতিবাচক বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।