The High Court give judgment on the land mutation charges of the municipality: বাড়ি, ফ্ল্যাট বা কোনো জমি কেনা বেচা হলে তা নিজের নামে করার জন্য মিউটেশন (Land Mutation) করাতে হয়। মূলত যে ব্যক্তি ক্রেতা হন তাকেই খরচ করে নিজের নামে সেই জায়গা মিউটেশন করাতে হয়। সেই মিউটেশন বিষয়েই এক বিরাট রায় জানালো হাইকোর্ট। বলা যায় মিউটেশন করার এক নিয়ম বাতিল করলো হাইকোর্ট। যে নিয়ম তৈরি করেছিল বিধাননগর পুরসভা। কি সেই নিয়ম? সে নিয়ম কি বেআইনি? কি জানালো হাইকোর্ট?
জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনার পর মিউটেশন (Land Mutation) করতে হলে দিতে হবে সার্ভিস চার্জ। হ্যাঁ, এমনই নিয়ম কার্যকর করেছিল বিধাননগর পুরসভা। যে নিয়ম বেআইনি বলে বাতিল করার নির্দেশ দিল হাইকোর্ট। গত মঙ্গলবার হাইকোর্টের বিচারক কৌশিক চন্দের বিচার বিবেচনায় বিধাননগর পুরসভার এই সার্ভিস চার্জ সংক্রান্ত নির্দেশিকা খারিজ করে বাতিল করার রায় দেওয়া হয়েছে। রায়ে কি জানালেন তিনি?
গত মঙ্গলবার হাইকোর্টে ওঠে পুরসভার মিউটেশন সার্ভিস চার সংক্রান্ত বিষয়টি। আর এই সার্ভিস চার্জ নিয়মকে বাতিল করে বিচারপতি কৌশিক চন্দ জানান, পুরসভার কোনো অধিকার নেই মিউটেশন সার্ভিস চার্জ নেওয়া। এটি নেওয়া আইনত অপরাধ। তাই হাইকোর্ট তরফে ঘোষণা করা হচ্ছে, মামলাকারীরা যেন পুনরায় পুর কমিশনারের কাছে আবার মিউটেশনের জন্য আবেদন করেন।
উল্লেখ্য বিষয়, সাম্প্রতিক বিধাননগর অঞ্চলের বেশ কয়েকজন বাসিন্দা ফ্ল্যাট এবং বাড়ি মিউটেশন করাতে গিয়ে মিউটেশন সার্ভিস চার্জের নোটিশ পান। যা পুরসভার তরফ থেকে পাঠানো হয়েছিল। আর সেই নোটিশ পেয়েই মিউটেশন আবেদন জানানোর ৩৩ জন ব্যক্তি পুরসভার এই নির্দেশের বিরুদ্ধে অভিযোগ তোলেন। দ্বারস্থ হন হাইকোর্টের।
হাইকোর্টের দারস্থ হয়ে মামলাকারীরা জানান, মিউটেশন (Land Mutation) করার পূর্বে একটি RTI করা হয়েছিল। আর তারপরেই পুরসভা তরফে মিউটেশন সার্ভিস চার্জের দাবি জানায়। যা বেআইনি বলে অভিযোগ মামলাকারীদের। মামলাকারীদের দাবি, পুরসভা এইভাবে টাকা তুলতে পারে না। অভিযোগকারীদের এই অভিযোগের ভিত্তিতেই গত মঙ্গলবার বিধাননগর পুরসভার মিউটেশন সার্ভিস চার্জের নিয়মকে বাতিল বলে রায় দেন হাইকোর্ট। পাশাপাশি বিধাননগর পুরসভার এই নিয়মের বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছিলেন তাদের পুনরায় আবার মিউটেশনের জন্য আবেদন জানানোর নির্দেশ দেয় হাইকোর্ট।