হু হু করে বাড়বে টাকা! আগস্ট মাসে ফিক্সড ডিপোজিটে দারুণ অফার দিচ্ছে এই ৫ ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি মানুষই চান তাদের কষ্টার্জিত টাকা যাতে অনেক তাড়াতাড়ি বাড়ে। অর্থাৎ যেখানে সেই টাকা সঞ্চয় করে রাখা হচ্ছে সেখানেই যেন সুদের পরিমাণ বেশি দেওয়া হয়। এক্ষেত্রে এই সকল আমানতকারীদের সুখবর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট বৃদ্ধি করে। repo rate বৃদ্ধি করার ফলে বহু ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। আবার টাকা বাড়ানোর ক্ষেত্রে আগস্ট মাসে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposite) দারুণ অফার দিচ্ছে দেশের পাঁচটি জনপ্রিয় ব্যাঙ্ক।

১) এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC BANK) : ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য ৪.৭৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে। এখন ১ বছর থেকে ১৫ মাসের মেয়াদে সিনিয়র সিটিজেনদের সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে।

২) ICICI BANK : ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য ৪.৭৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে। ১৫ মাসের মেয়াদে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদের হার অফার করছে।

৩) AXIS BANK : ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে। ব্যাঙ্ক এখন সর্বোচ্চ ৭.১০ শতাংশ সুদের হার অফার করছে।

৪) KOTAK MAHINDRA BANK : ৭ দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিটের জন্য ২.৭৫ শতাংশ থেকে ৭.৭০ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে। ব্যাঙ্কটি ফিক্সড ডিপোজিটের উপর সর্বোচ্চ ৭.৭০ শতাংশ সুদের হার দিচ্ছে।

৫) DCB BANK : ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য ৩.৭৫ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ সুদের হার অফার করছে। ব্যাঙ্ক এখন সিনিয়র সিটিজেনদের সর্বোচ্চ ৮.৫০ শতাংশ ও সাধারণ গ্রহকদের সর্বোচ্চ ৮ শতাংশ সুদের হার অফার করছে।