নিজস্ব প্রতিবেদন : বেশ কয়েকদিন ধরেই উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam Rules) নিয়মে বদল আনা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন পদ্ধতিতে পরীক্ষার অনুমোদন দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এই অনুমোদন দেওয়ার ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় বদল (Higher Secondary Exam Rules Changed) এলো। কেননা এই অনুমোদনের ফলে এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এই বছর পর্যন্ত যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে তাতে বছরের শেষে একটি পরীক্ষা নেওয়া হয়। কিন্তু নতুন পদ্ধতির অনুমোদন দেওয়ার ফলে বছরে দুটি পরীক্ষা হবে এবং সেমিস্টার পদ্ধতিতে নেওয়া সেই দুটি পরীক্ষার ফলাফল অর্থাৎ নম্বর যুক্ত করে ফল প্রকাশ করা হবে। এই পদ্ধতির ফলে পড়ুয়াদের চাপ কমবে বলেই মনে করা হচ্ছে।
সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার অনুমোদন রাজ্য সরকারের তরফ থেকেও দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে বছরে দুটি সেমিস্টার নেওয়ার অনুমোদন দিয়েছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে নতুন এই পদ্ধতি চালু হয়ে যাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বলেই জানানো হয়েছে। নতুন এই ঘোষণায় কোন পরীক্ষার্থীরা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এবং কোন কোন মাসে সেমিস্টার হবে চলুন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন ? WB Panchayat Recruitment: ২০ জেলায় ৬৬৫২ পঞ্চায়েত কর্মী নিয়োগ, দেখে নিন কোন জেলায় কত শূন্যপদ
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী এই বছর যে সকল পরীক্ষার্থীরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে উচ্চমাধ্যমিক। তাদের হাত দিয়েই নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচনা হবে। তবে এখন যে সকল পড়ুয়ারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন তাদের নতুন পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না। তাদের পরীক্ষা দিতে হবে বর্তমান পদ্ধতিতেই।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নতুন যে নিয়ম চালু হতে চলেছে সেই নিয়ম অনুযায়ী প্রথম সেমিস্টার হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় সেমিস্টার হবে মার্চ মাসে। প্রথম সেমিস্টারে প্রশ্ন থাকবে পুরোপুরি এমসিকিউ পদ্ধতির। যে পরীক্ষায় ওএমআর সিটে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। দ্বিতীয় সেমিস্টার হবে উত্তর ধর্মী ও বর্ণনামূলক অর্থাৎ প্রশ্নের পরিপ্রেক্ষিতে সাদা খাতায় পরীক্ষার্থীদের সেই সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। এই দুই সেমিস্টারে পাওয়া নম্বর যোগ করে রেজাল্ট প্রকাশ করা হবে। পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি আসার সঙ্গে সঙ্গে বদলে যাবে পাঠক্রমও।