Higher Secondary Result: ৭০-৮০% খাতা দেখা কমপ্লিট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আপডেট দিল সংসদ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য বছরের তুলনায় তুলনামূলক বেশ কয়েকটা দিন আগেই শেষ হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। চলতি বছর ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক এবং শেষ হয়েছে ২৯ ফেব্রুয়ারি। দেখতে দেখতে একমাস পার হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া। এখন সবাই প্রতীক্ষায় উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result) নিয়ে।

Advertisements

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশ পাবে তা নিয়ে বিভিন্ন মহলে নানান প্রশ্ন ঘোরাফেরা করছে মূলত লোকসভা নির্বাচন থাকার কারণে। বিভিন্ন মাধ্যমের তরফ থেকে দাবী করা হচ্ছিল, হয়তো লোকসভা নির্বাচনের জন্য এবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ্যে কিছুটা হলেও দেরি হতে পারে। সত্যিই কি দেরি হবে নাকি নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ পাবে? এবার এই বিষয়টি নিয়ে আপডেট মিলল সংসদ সূত্রে।

Advertisements

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সম্প্রতি জানিয়েছেন, ইতিমধ্যেই ৭০ থেকে ৮০% খাতা দেখার কাজ হয়ে গিয়েছে। আর খাতা দেখার পর পরীক্ষার্থীরা যে প্রাপ্ত নম্বর পেয়েছে তা পোর্টালে আপডেট করা হচ্ছে। এই বছর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের ক্ষেত্রে নতুন পদ্ধতি আনা হয়েছে এবং সেই পদ্ধতি অনুযায়ী একটি পোর্টাল চালু করা হয়েছে। যে পোর্টালে শিক্ষকরা খাতা দেখার পর পড়ুয়াদের প্রাপ্ত নম্বর আপলোড করবেন। এর ফলে হার্ডকপি হিসাবে প্রাপ্ত নম্বর থাকার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও থেকে যাবে প্রাপ্ত নম্বর।

Advertisements

আরও পড়ুন ? Madhyamik Result 2024: গত বছরের পুনরাবৃত্তি! কবে বেরোবে মাধ্যমিকের ফলাফল!

উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়ে পরীক্ষা শেষ হওয়ার পর পরই রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যেই পরীক্ষার্থীরা মার্কশিট পেয়ে যাবে। তার কথা অনুযায়ী, সংসদ তিন মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকে। এক্ষেত্রে এই বছর লোকসভা নির্বাচন থাকলেও সেই নিয়মে কোন পরিবর্তন আসবে না। আবার প্রক্রিয়া শেষ করার জন্য কোন তাড়াহুড়োও করবে না সংসদ।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং শিক্ষামন্ত্রীর কথা থেকেই স্পষ্ট, লোকসভা নির্বাচন থাকলেও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোন দেরি হবে না। নির্ধারিত সময় অর্থাৎ তিন মাসের মধ্যেই ফলাফল প্রকাশ হয়ে যাবে। এক্ষেত্রে যদি সবচেয়ে দেরি হয় তাহলে মে মাসের শেষের দিক অথবা জুন মাসের শুরুতেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে। শুধু ফলাফল প্রকাশ নয়, ফলাফল প্রকাশের দিনই অনলাইনে মার্কশিট ডাউনলোড অথবা প্রিন্ট আউট করতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisements