একদিনে সর্বাধিক করোনা পজিটিভ রাজ্যে, বীরভূমে মোট পজিটিভ সংখ্যা দাঁড়ালো ২০

নিজস্ব প্রতিবেদন : প্রশাসনের আশঙ্কা মতোই রবিবার রাজ্যে যে সংখ্যক করোনা পজিটিভ ধরা পড়েছে তা এযাবৎ একদিনের পরিসংখ্যান অনুযায়ী সর্বাধিক। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের তরফ থেকে রবিবার করোনা সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় রাজ্যে ২০৮ জনের করোনা পজিটিভ হয়েছে। রাজ্যে মোট করোনা পজেটিভের সংখ্যা দাঁড়ালো ৩৬৬৭।

গত ২৪ ঘণ্টায় ২০৮ জনের করোনা পজিটিভ হওয়ার পাশাপাশি হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৫৮ জন। আর মৃত্যু হয়েছে তিনজনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো (২০০+৭২)। সুস্থ ও মৃত বাদ দিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২০৫৬ জন। অন্যদিকে বীরভূমে আরও দুজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বীরভূমে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০।

গত ২৪ ঘন্টায় রাজ্যের কলকাতায় সব থেকে বেশি সংখ্যক করোনা পজিটিভ হয়েছে। সংখ্যাটা হলো ৫২। তারপরই রয়েছে হাওড়া, যেখানে ৪৮ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। মালদাতে গত ২৪ ঘন্টায় ৩১ জনের শরীরে ধরা পড়েছে করোনা। এর পরেই রয়েছে হুগলি, যেখানে ২০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বাকি জেলা বলতে উত্তর দিনাজপুরে ১৪ জন, মুর্শিদাবাদে ৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন, বীরভূম ও পূর্ব বর্ধমানে ২ জন করে, নদীয়া ও পশ্চিম বর্ধমানে ১-১ জন করে ২ জনের শরীরে ধরা পড়েছে সংক্রমণ। আর প্রতিনিয়ত রাজ্যের জেলাগুলিতে যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে গ্রীন জোন হিসাবে বর্তমানে রয়েছে মাত্র তিনটি জেলা, যেগুলি হলো আলিপুরদুয়ার, কোচবিহার ও পুরুলিয়া।

তবে এই বিপুলসংখ্যক করোনা পজিটিভ হওয়ার পিছনে প্রচুর পরিমাণে টেস্ট করানোর কথা জানিয়েছেন এক স্বাস্থ্য আধিকারিক। পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে যেসকল পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরছেন তাদের মধ্যে অনেকের উপসর্গ রয়েছে। যে কারণেই রাজ্যে হঠাৎ করে করোনা পজেটিভের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন অনেকেই।