একদিনে সর্বাধিক করোনা সংক্রমণ রাজ্যে, আপনার জেলায় আক্রান্ত ও সুস্থের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন : দুদিন আগে ৩৪৪ জন করোনা পজেটিভ হয়েছিলেন রাজ্যে। যা ছিল সর্বাধিক। তবে এবার একদিনের সেই সর্বাধিক করোনা সংক্রমণের রেকর্ড ভাঙলো রবিবার।রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে করোনা সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ৩৭১ জন করোনা পজেটিভ হয়েছেন। যা এযাবৎ একদিনের করোনা পজিটিভ হওয়ার পরিসংখ্যানে সর্বাধিক।

রবিবার পেশ করা রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৭১ জন করোনা পজিটিভ হয়েছেন। আর এই বিপুল পরিমাণ সংখ্যা বাড়ার পাশাপাশি রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ৫৫০১। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো (২৪৫+৭২) ৩১৭। বর্তমানে রাজ্যে মোট অ্যাক্টিভ করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৩০২৭।

দিন কয়েক আগে পর্যন্ত রাজ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকলেও হঠাৎ করে তা গতি পায়। আর এই গতি পাওয়ার পিছনে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসাকে অনেকটাই দায়ী করা হচ্ছে। আর এজন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের দিকে তোপ দেগে জানিয়েছেন, “শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে, না করোনা এক্সপ্রেস চলছে?” মুখ্যমন্ত্রীর মূল অভিযোগ হলো নিয়ম না মেনে গাদাগাদি করে ট্রেনে করে যাত্রীদের নিয়ে আসা হচ্ছে। যদিও বিরোধীরা এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে।

জেলাভিত্তিক করোনা পজিটিভ ও সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান

৩১ মে’র রিপোর্ট অনুযায়ী আলিপুরদুয়ারে মোট করোনা পজিটিভ ৪, কোচবিহারে ৩৬ জন বেড়ে মোট করোনা পজিটিভ ৬৮, দার্জিলিং ২১, কালিম্পং ৭, জলপাইগুড়ি ১৩, উত্তরদিনাজপুর ১৫৪, দক্ষিণ দিনাজপুরের ৯ জন বেড়ে মোট ১৫, মালদাতে ২ জন বেড়ে ১৩৯, মুর্শিদাবাদে ১১ জন বেড়ে ৯৪, নদীয়াতে ১৮ জন বেড়ে ৯১, বীরভূমে ২৭ জন বেড়ে ১৩০, পুরুলিয়াতে ছয়জন বেড়ে ৭, বাঁকুড়াতে ৮ জন বেড়ে ৩৬, ঝাড়গ্রামে মোট পজিটিভ ৬, পশ্চিম মেদিনীপুরে ২ জন বেড়ে ৩৫, পূর্ব মেদিনীপুরে ৪ জন বেড়ে ১০০, পূর্ব বর্ধমানের ১৩ জন বেড়ে ৯১, পশ্চিম বর্ধমানে ৬ জন বেড়ে ৫৪, হাওড়াতে ৪৭ জন বেড়ে ১০২৯, হুগলিতে ৪৩ জন বেড়ে ২৯৯, উত্তর ২৪ পরগনায় ৬০ জন বেড়ে ৭৩৫, দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন বেড়ে ১৯০, কলকাতায় ৭২ জন বেড়ে ২১২৫।

গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন, মালদাতে ১ জন, মুর্শিদাবাদে ১১ জন, বীরভূমে ৪ জন, বাঁকুড়াতে ৭ জন, পূর্ব মেদিনীপুরে ১ জন, পশ্চিম মেদিনীপুরের ৭ জন, পূর্ব বর্ধমানে ৫ জন, পশ্চিম বর্ধমানে ১ জন, হাওড়ায় ৭৪ জন, হুগলিতে ২০ জন, উত্তর ২৪ পরগনায় ২১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন, কলকাতায় ৩১ জন।

রাজ্যে জেলাভিত্তিক আজ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দার্জিলিঙে ৯ জন, কালিম্পংয়ে ৬ জন, জলপাইগুড়িতে ৪ জন, উত্তর দিনাজপুরে ২৯ জন, দক্ষিণ দিনাজপুরে ৬ জন, মালদাতে ৪০ জন, মুর্শিদাবাদে ৪৪ জন, নদীয়াতে ১৪ জন, বীরভূমে ৩০ জন, বাঁকুড়াতে ১৮ জন, ঝাড়গ্রামে ৩ জন, পশ্চিম মেদিনীপুরের ২৭ জন, পূর্ব মেদিনীপুরে ৩৮ জন, পূর্ব বর্ধমানের ২৫ জন, পশ্চিম বর্ধমানের ২০ জন, হাওড়াতে ৪২৬ জন, হুগলিতে ১৫০ জন, উত্তর ২৪ পরগনায় ২৭৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৮০ জন আর কলকাতায় ৯০২ জন।