Weather Update South Bengal: প্যাচপ্যাচে গরম, তরতরিয়ে বাড়বে তাপমাত্রা! চলতি সপ্তাহেই এই জেলার তাপমাত্রা ছুঁয়ে যাবে ৪০ ডিগ্রি!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : মাঝে মাঝেই ঝড়, বৃষ্টি ইত্যাদির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এখনও পর্যন্ত অস্বাভাবিক জায়গায় পৌঁছায়নি। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই স্বস্তি বজায় রয়েছে। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে এই পরিস্থিতি দক্ষিণবঙ্গের (Weather Update South Bengal) জন্য আর বেশি দিন থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করেছে। কোন কোন জেলায় আগামী ৩০ মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরই সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ তরতরিয়ে বাড়তে শুরু করবে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে, তাও আবার চলতি সপ্তাহেই।

সর্বোচ্চ তাপমাত্রা কোন জায়গায় পৌছাবে তা সম্পর্কে হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সবচেয়ে বেশি তাপমাত্রা বাড়তে দেখা যাবে দক্ষিণবঙ্গের বাঁকুড়ায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাঁকুড়ায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ পৌঁছে যাবে ৩৮ ডিগ্রিতে। এছাড়াও মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৩৭ ডিগ্রিতে। অন্যান্য জেলার মধ্যে বীরভূম, পুরুলিয়া সহ কলকাতা ইত্যাদি জেলার সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার ৩৪ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

আরও পড়ুন ? Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ! কোথায় কোথায় দেখা মিলবে বৃষ্টির, জানালো হাওয়া অফিস

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হবে এবং বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি মেদিনীপুর ৩৮, পুরুলিয়া ৩৭, আসানসোল ৩৭, কলকাতা ৩৫, বীরভূম ৩৫, মুর্শিদাবাদ ৩৪, নদীয়ায় ৩৫ ডিগ্রিতে পৌঁছে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। তবে এরই মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।

তাপমাত্রার সবচেয়ে উর্ধ্বমুখী ভাব দেখা যাবে শনিবার অর্থাৎ ৩০ মার্চ। যেদিন বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও শনিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ অন্যান্য দিনের তুলনায় অন্ততপক্ষে ১ থেকে ২ ডিগ্রি বেশি থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। ৩০ মার্চ অর্থাৎ শনিবারের পর ৩১ মার্চও একই রকম পরিস্থিতি বজায় থাকবে। তবে এরই সঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাসের বিষয়েও হাওয়া অফিসের তরফ থেকে সর্তকতা জারি করা হয়েছে।