Twin Tunnel: চিনের চোখে চোখ, ভারতে তৈরি পৃথিবীর সবথেকে উঁচু টুইন টানেল

Prosun Kanti Das

Published on:

The world’s highest twin tunnels have been built in India: অরুণাচলপ্রদেশের সেলাতে বিশ্বের সবচেয়ে লম্বা টুইন টানেল (Twin Tunnel) নির্মাণের কাজ চলছে। এই টানেলটি ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি ২৫.৬ কিলোমিটার দীর্ঘ। টানেলটি বালিপাড়া থেকে চারদুয়ার হয়ে তাওয়াং পর্যন্ত সড়ক প্রকল্পের অংশ। টানেলটি নির্মাণের কাজ ২০১৯ সালে শুরু হয়েছিল এবং ২০২৩ সালের সেপ্টেম্বরের শেষের দিকে এটি সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। টানেলটি নির্মাণের কাজের দায়িত্বে রয়েছে বর্ডার রোড অর্গনাইজেশন (BRO)।

টানেলটি (Twin Tunnel) নির্মিত হলে তা ভারতের সামরিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টানেলটি তৈরি হলে তাওয়াং সীমান্তবর্তী এলাকায় দ্রুত সেনা ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা যাবে। এছাড়াও, টানেলটি নির্মিত হলে অরুণাচল প্রদেশের অর্থনৈতিক উন্নয়নেও সহায়তা করবে। টানেলটি নির্মাণের কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। টানেলটি ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এবং এর চারপাশে পাহাড়ি এলাকা রয়েছে। এছাড়াও, টানেলটি নির্মাণের সময় প্রাকৃতিক দুর্যোগেরও সম্মুখীন হতে হয়েছিল।

টানেলটি নির্মাণের কাজটি সফলভাবে সম্পন্ন করায় BRO-কে অভিনন্দন জানানো হয়েছে। টানেলটি নির্মিত হলে তা ভারতের সামরিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।টানেলটি নির্মিত হলে অরুণাচল প্রদেশের অর্থনৈতিক উন্নয়নেও সহায়তা করবে। বর্তমানে, তাওয়াং সীমান্তবর্তী এলাকায় যাতায়াত করা অত্যন্ত কঠিন। টানেলটি (Twin Tunnel) নির্মিত হলে সেই সমস্যা সমাধান ঘটবে।।

টানেলটি (Twin Tunnel) নির্মিত হলে অরুণাচল প্রদেশের অর্থনৈতিক উন্নয়নেও সহায়তা করবে। টানেলটি নির্মিত হলে অরুণাচল প্রদেশের সঙ্গে অন্যান্য রাজ্যের যোগাযোগ সহজ হবে। এটি অরুণাচল প্রদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। এই টানেলের জন্য প্রাথমিক ভাবে ৭০০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল বলে জানা যায়। এই টানেল সম্পন্ন হয়ে গেলে তা এই এলাকার সুরক্ষার জন্য এক বড় পদক্ষেপ হতে চলেছে।

কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রকল্পটির ১ নং টানেলটি ৯৮০ মিটার দীর্ঘ এবং ২ নং টানেলটি ১৫৫৫ মিটার দীর্ঘ। স্বাভাবিকভাবে এই দ্বিতীয় টানেলটি হল ‘টুইন টিউব টানেল’। টানেলগুলোর উৎপত্তি হয়েছে সেলার পশ্চিমে দু’টি পর্বতমালার মধ্য দিয়ে টানেলগুলো উঠে এসেছে। এই প্রকল্পে রয়েছে দু’টি রাস্তাও। যথাক্রমে ৭ কিমি এবং ১.৩ কিমি লম্বা সেগুলি। টানেল ২-এ ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতির জন্য ব্যবহার করতে পারবেন এস্কেপ টিউব।