Hike Interest Rate: HDFC ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে থাকলে গুণতে হতে পাতে বাড়তি সুদ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Hike Interest Rate: বর্তমানে দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্ক হলো এইচডিএফসি (HDFC Bank)। তাই গ্রাহক সংখ্যা নেহাত কম নয়। ব্যাঙ্কের নয়া সিদ্ধান্ত গ্রাহকদের জন্য নিয়ে আসলো দুঃসংবাদ। এইচডিএফসি ব্যাঙ্কের যত গ্রাহক আছে এবার তাদের পকেটে পড়বে বিশাল টান। কারণ সুদের হারে আনা হয়েছে বড় রকমের পরিবর্তন। ব্যাঙ্কের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট (MCLR)-এ বদল এসেছে। এই বদল আনা হয়েছে বিভিন্ন সময়ের মেয়াদে।

Advertisements

গত শনিবার অর্থাৎ ৭ই সেপ্টেম্বর থেকেই এইচডিএফসিতে চালু হয়েছে নতুন সুদের হার (Hike Interest Rate)। ইতিমধ্যেই ব্যাঙ্ক ঘোষণা করেছে যে, ৫ বেসিস পয়েন্ট সুদ বাড়াবে। মধ্যবিত্তের পক্ষে খুবই সমস্যা হয়ে যাবে এই সিদ্ধান্তের ফলে। তাদের পকেটে টান পড়তে চলেছে সুদের হার বাড়ার ফলে।

Advertisements

আপাতত এইচডিএফসি ব্যাঙ্ক ৩ মাসের মেয়াদে এমসিএলআর ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই কারণে সুদের হার তিন মাসের মেয়াদে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে (Hike Interest Rate) ৯.২৫ শতাংশ থেকে ৯.৩০ শতাংশ। এই ব্যাঙ্কে ওভারনাইট সুদের হার ৯.১০ শতাংশ। যদি কোন গ্রাহক ৬ মাসের জন্য ঋণ নিয়ে থাকে তাহলে সুদের হার হবে ৯.৩০ শতাংশ অবশ্য এটি আগে ছিল ৯.২৫ শতাংশ। যারা এক বছরের মেয়াদে লোন নিচ্ছে তাদের সুদ দিতে হবে ৯.৪৫ শতাংশ। আর একইভাবে ঋণের উপর ২ বছরের মেয়াদে ৯.৪৫ শতাংশ সুদ ধার্য করেছে এইচডিএফসি ব্যাঙ্ক।

Advertisements

আরো পড়ুন: RBI-এর কোপে দুই জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্ক, জরিমানা খেল ২.৯১ কোটি টাকা

প্রসঙ্গত উল্লেখ্য যে, যদি কোন ব্যাঙ্ক তার মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বৃদ্ধি করে (Hike Interest Rate) থাকে তাহলে তার প্রত্যক্ষ প্রভাব পড়বে হোম লোন, কার লোন এবং এডুকেশন লোনের ইএমআইয়ের উপর। এই নয়া সিদ্ধান্তের ফলে এবার থেকে এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের বেশি ইএমআই দিতে হবে। যার ফলে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা হবে। বহুদিন ধরেই ঋণগ্রহীতাদের উচ্চ সুদের হারে ইএমআই দিতে হচ্ছে। তাই পকেট এর ওপর চাপ পড়বে সেটাই স্বাভাবিক।

এইচডিএফসি হল ভারতের সর্ববৃহৎ বেসরকারি ব্যাঙ্ক। শুধু এই ব্যাঙ্ক নয় বরং দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও তাদের সুদের হার (Hike Interest Rate) বৃদ্ধি করেছে বেশ কয়েকদিন আগেই। কোটি কোটি গ্রাহককে আশ্চর্য করে আগস্ট মাসেই স্টেট ব্যাঙ্ক বৃদ্ধি করেছে তাদের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট। বিভিন্ন মেয়াদে এই সুদের হার ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। চলতি বছরের ১৫ই আগস্ট থেকে চালু হয়েছে এই নয়া নিয়ম।

Advertisements