বাঙালির পাতে সস্তায় ইলিশ দিতে উদ্যোগ নিলো রাজ্য সরকার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইলিশের নাম শুনলেই জিভে জল আসে বাঙ্গালীদের। তবে জিভে জল এলে কি হবে, বাজারে গিয়ে ইলিশে হাত দেওয়া মানেই ছ্যাকা। প্রতিবছর দেখা যায় ইলিশের দাম নিয়ে গাজোয়ারি হয় বাজারে। আর চলতি বছর ভাল মরশুমের জন্য ইলিশের যোগান বাড়বে বিপুল পরিমাণে এমনটা ভাবা হলেও শেষমেষ সেই আশায় জল ঢেলেছে। তবে এবার বাঙ্গালীদের পাতে সস্তায় ইলিশ দিতে উদ্যোগী হতে দেখা গেল রাজ্য সরকারকে।

Advertisements

Advertisements

চলতি বছর লকডাউন আর ভালো বৃষ্টিপাতের কারণে মনে করা হয়েছিল ইলিশের যোগান বাড়বে বিপুল পরিমাণে। কিন্তু আগস্ট মাস শেষ হতে গেলেও সেভাবে বাজারে নেই ইলিশ। আর যেটুকু বাজারে এসে পৌঁছাচ্ছে তাদের দাম ১৫০০ টাকা কিলো নিচে নেই বললেই চলে। এমত অবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী দিনে সুফল বাংলার স্টলে সস্তায় ইলিশের যোগান দেবে রাজ্য সরকার। সেখান থেকেই সস্তায় ক্রেতারা কিনতে পারবেন ইলিশ। সুফল বাংলার স্টলগুলিতে রাজ্য সরকারের তরফ থেকে সুলভমূল্যে সবজি, ফল এবং মাছ বিক্রি করা হয়। মূলত গ্রাম বাংলার চাষীদের থেকে সরাসরি এই সকল দ্রব্য কিনে এই স্টলগুলিতে বিক্রি করে থাকে রাজ্য সরকার। সুবিধা হিসেবে বাজারের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ কম দামে এগুলি পাওয়া যায়।

Advertisements

ইতিমধ্যেই সুফল বাংলা স্টলগুলিতে ইলিশ মাছ সরবরাহ করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের কৃষি ও উৎপাদক সংস্থার সঙ্গে চুক্তি করা হয়ে গেছে বলে জানা গিয়েছে। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের প্রতিটি স্টলে যাতে ইলিশ সরবরাহ করা সম্ভব হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এমন অভিনব উদ্যোগ নেওয়া হলেও এই উদ্যোগের সুবিধা কবে থেকে রাজ্যের বাসিন্দা পাবেন এবং সে ক্ষেত্রে ইলিশের দর কত রাখা হবে তা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

Advertisements