Republic Day of India: প্রতিবছরই বিশেষ দিনগুলি বিশেষভাবে পালন করা হয়। তেমনি জানুয়ারি মাসেও রয়েছে বেশ কয়েকটি বিশেষ দিন। আর তার মধ্যে একটি হলো ২৬শে জানুয়ারি। যে দিনটি সাধারণ জনগণের জন্য প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। চলতি বছরে ৭৬তম প্রজাতন্ত্র দিবস (Republic Day of India) পালিত হবে আর কিছুদিন পরেই। প্রতিবছরের মতো এ বছরেও এই দিন উপলক্ষে শুরু হবে বিশেষ প্যারেড। যেখানে উপস্থিত থাকবে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা সহ জল, স্থল ও বায়ুসেনারা। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে সাধারণ গণতন্ত্রের জন্য কেন এই ২৬শে জানুয়ারি দিনটিকে পালন করা হয়? দেশের প্রজাদের জন্য এই দিনের গুরুত্ব কি জানেন? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এদিন রাজধানীর কর্তব্যপথে শুরু হয় বিশেষ প্যারেড। এ বছরের প্যারেড থিম ‘স্বর্ণিম ভারত: সাহিত্য ও বিকাশ’। অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তারপর ভারতের রাষ্ট্রপতির দ্বারা উত্তোলিত হয় জাতীয় পতাকা। এখানেই শেষ নয়, এদিন দেশের বিশেষ কিছু নাগরিকদের পদ্ম পুরস্কারের সম্মানিত করা হয়। সম্মান জানানো হয় সেনা কর্মীদের। এ বছরেও ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে (Republic Day of India) উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজধানী দিল্লিতে। কিন্তু জানেন কি প্রতিবছর এই দিনটিতেই কেন এত আয়োজন করা হয়?
ভারত কবে স্বাধীন হয়েছিল সেই বিষয়ে আমরা সকলেই জানি। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ব্রিটিশদের শোষণ থেকে দেশকে মুক্ত করে ভারতকে স্বাধীন করে তোলে ভারতীয় নাগরিকরা। আর সেই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন জওহরলাল নেহেরু। তবে প্রধানমন্ত্রী নিযুক্ত হলেও সেই সময় সংবিধান কার্যকর হয়নি। ফলেই ১৯৪৭ সালের ২৯ আগস্ট সংবিধান রচনা ও কার্যকরের জন্য প্রথম সরকার একটি খসড়া কমিটি গঠন করে। যে কমিটিতে নেতৃত্ব দেন বাবাসাহেব বি.আর.আম্বেদকর।
আরও পড়ুন:Maha Kumbh 2025: মহাকুম্ভে স্নানের দরকার নেই, যাওয়া খরচ থেকে হোটেল ভাড়া শুনলে ঘামে স্নান করে যাবেন
খসড়া কমিটি গঠনের পর ১৯৪৭ সালের ৪ই নভেম্বর গণপরিষদে আনুষ্ঠানিকভাবে সংবিধানের একটি খসড়া পেশ করে ওই কমিটি। তারপর সেই সংবিধান সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি। তার ঠিক দুদিন পর অর্থাৎ ২৬শে জানুয়ারি এই সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। যা স্বাধীনতা দিবসের মতোই সমান গুরুত্বপূর্ণ। আর এই কারণেই ভারতীয় সাধারণতন্ত্র (Republic Day of India) হিসেবে পরিচিত বিশ্বের এই সপ্তম বৃহত্তম রাষ্ট্র।
বিশেষত সংবিধান হল সাধারণতন্ত্রের গণতান্ত্রিক ন্যায়পরায়ণ ও সমতাবাদী সমাজের কাঠামো। স্বাধীন ভারতের চেতনাকে স্মরণ করায় এই সাধারণতন্ত্র দিবস। তাই ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দেশ স্বাধীন হলেও ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে স্বাধীন দেশ ভারত রাষ্ট্র পরিচয়ে প্রতিষ্ঠিত হয়। এই দিনই আসমুদ্রহিমাচল জুড়ে কার্যকর হয় ভারতের সংবিধান। এ প্রসঙ্গে জানিয়ে রাখি ভারত স্বাধীন হওয়ার আগে ১৯৩০ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ঔপনিবেশিক শাসনকে অস্বীকার করে পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল ঠিক এই দিনেই। তাই ২৬শে জানুয়ারি দিনটিকেই সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়।