Voice Command AC: রিমোট অতীত, এবার কথাতেই উঠবে-বসবে! নয়া প্রযুক্তি AC আনল Hitachi

Antara Nag

Published on:

Advertisements

Hitachi brought Voice Command AC to save from the heat: গ্রীষ্মের শুরুতেই গরমের দাবদাহে টেকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। গরম থেকে বাঁচতে বেশিরভাগ মানুষই বেছে নিয়েছেন এসিকে। আধুনিকতার যুগে এসিতেও কিছুটা আধুনিকতার ছাপ পড়লে যে সাধারণ মানুষের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে, তা আর আলাদা করে বলে দিতে হয় না। সেই কথা চিন্তা করে হিটাচি কোম্পানি নিয়ে এলো নতুন এক প্রযুক্তি। ১ টন বা ১.৫ টন ক্যাপাসিটি যুক্ত এসি গুলিতে একটি নতুন ফিচারস যুক্ত করা হয়েছে। আপনার গলার আওয়াজ শুনে (Voice Command AC) এসি সুইচ অন বা অফ হতে পারে। এছাড়াও এতে এয়ার ক্লাউড প্রযুক্তির ব্যবহারের জন্য সবথেকে বেশি ঠান্ডা হবার পরিষেবা দিতে পারে এই এসিটি।

Advertisements

আধুনিক যুগের সমস্ত ইলেকট্রনিক্স গেজেটের উপরেই বিভিন্ন আধুনিক প্রযুক্তি চালু করার চেষ্টা করছে বিভিন্ন কোম্পানিগুলি। তেমনই এসিতেও নতুন প্রযুক্তি আনার উদ্দেশ্যে হিটাচি কোম্পানি দুটো নতুন সিরিজ চালু করেছে ইওশি এবং আইজেন (Voice Command AC) নামে। কোম্পানির নতুন প্রযুক্তিস এসিগুলির বাজারদর কত? বা এসিগুলি কোথা থেকে কিনতে পাওয়া যাবে? সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

Advertisements

অনলাইন শপিং এর ক্ষেত্রে অ্যমাজনে হিটাচি কোম্পানির আইজেন সিরিজের দাম ৩৯,০০০ টাকা এবং ইওশি সিরিজের দাম ৫৭,০১৫ টাকা। অনলাইন ছাড়াও অফলাইনে হিটাচি কোম্পানির প্রত্যেকটা ভারতীয় রিটেল আউটলেটে এই এসিগুলি পাওয়া যাবে। মূল দামের উপর ব্যাংক অ্যাকাউন্ট গত বা কোম্পানির তরফ থেকে দেওয়া বেশ কিছু ছাড় মিলিয়ে আরও অনেক ছাড়ে এসি কিনতে পারবেন সাধারণ মানুষ।

Advertisements

আরও পড়ুন ? AC vs Fan Benefit: এসি আর ফ্যান একসঙ্গে চালানো নিয়ে নানা মত! কোনটি সুবিধা, কোনটি বাঁচায় বিদ্যুৎ খরচ

হিটাচি কোম্পানির নতুন এসি সিরিজ গুলি অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন। এই এসি গুলির মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল, এয়ার ক্লাউড পরিষেবা, ওয়াইফাই পরিষেবা এবং ভয়েস কন্ট্রোল পরিষেবা (Voice Command AC)। আপনার গলার আওয়াজ শুনে এসি অন বা অফ হতে পারে, এসির তাপমাত্রা বা মোড পরিবর্তন করা সম্ভব। অর্থাৎ ব্যবহারকারীর গলার আওয়াজ এর উপর নির্ভর করে এসি কাজ করবে। এয়ার ক্লাউড পরিষেবার সাহায্যে এই এসি গুলি ঘরকে আরো অনেক বেশি ঠান্ডা রাখতে পারবে। ওয়াইফাই পরিষেবার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের সাহায্যে যে কোন জায়গা থেকে আপনার ঘরের এসিটিকে কন্ট্রোল করতে পারবেন।

১ টন বা ১.৫ টনের ক্যাপাসিটি যুক্ত এসির উপরে এই অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। হিটাচি কোম্পানির আইজেন ও ইওশি সিরজের এসিগুলি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কাজ করছে। তাই এই এসিগুলোর কাছ থেকে অনেক ভালো রেজাল্ট আশা করছে কোম্পানি। হিটাচির আইজেন মডেলটি ৩ স্টার বিশিষ্ট এবং ইওশি মডেলটি ইতিমধ্যে ৫ স্টার রেটিং সম্পূর্ণ করেছে। এছাড়া অন্যান্য বৈশিষ্ট্য গুলির মধ্যে উল্লেখযোগ্য হল ব্ল্যাক লাইট রিমোট কন্ট্রোলার, স্টাবিলাইজার ফ্রি অপারেশন, অন অফ টাইমার, স্লিপ মোড, ফিল্টার ক্লিন ইন্ডিকেটর ইত্যাদি।

Advertisements