নিজস্ব প্রতিবেদন : ছুটি মানেই ভ্রমণপিপাসু বাঙালিরা বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েন। পশ্চিমবঙ্গে যে সকল ভ্রমণের জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম এবং ব্যস্ততম জায়গা হল দীঘা। বছরের বিভিন্ন সময়ে এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আসতে লক্ষ্য করা যায়। সেই কথা মাথায় রেখে এবার ভারতীয় রেলের তরফ থেকে দোলের সময় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে দোলের ছুটিতে এই হাওড়া দিঘা স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। মোট তিন দিন এই স্পেশাল ট্রেন চলবে। যে তিন দিন এই স্পেশাল ট্রেন চলবে সেই তিন দিন হল ১৭ মার্চ, ১৮ মার্চ এবং ১৯ মার্চ।
দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে যে স্পেশাল ট্রেনটি চালানো হবে সেটি হল ০৮০০১ হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন এবং ০৮০০২ দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন। এই দুটি স্পেশাল ট্রেন নির্ধারিত ওই তিন দিন হাওড়া থেকে দিঘা এবং দিঘা থেকে হাওড়া যাতায়াত করবে।
০৮০০১ হাওড়া-দিঘা স্পেশাল ট্রেনটি প্রতিদিন দুপুর ২ টো ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং সেদিন বিকেল ৫ টা ৫০ মিনিটে দিঘায় পৌঁছাবে।
০৮০০২ দিঘা-হাওড়া স্পেশাল ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে এবং হাওড়ায় ঢুকবে রাত ৯ টা ৪৫ মিনিটে।
দোলের সময় এই স্পেশাল ট্রেন দুটি যেসকল স্টেশনে দাঁড়াবে তা সম্পর্কে রেলের তরফ থেকে জানা গিয়েছে, হাওড়া, সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক এবং কাঁথি এবং দিঘা স্টেশনে স্টপেজ দেবে এই স্পেশাল ট্রেন দুটি।