বাড়ানো হলো হাওড়া দিঘা দোল স্পেশাল ট্রেনের সময়সীমা, রইলো নতুন সূচি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম হলো দীঘা এবং তার পার্শ্ববর্তী মন্দারমনি সহ বিভিন্ন এলাকা। বছরের বিভিন্ন সময় এই সকল পর্যটন কেন্দ্রে দেশ-বিদেশের বহু মানুষের সমাগম হয়ে থাকে। বছরের বিভিন্ন সময়ের পাশাপাশি দোলের সময়ও পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় এই পর্যটনকেন্দ্রে।

Advertisements

দোলের সময় এই ভিড়ের কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে হাওড়া দিঘা একটি স্পেশাল ট্রেন প্রাথমিকভাবে তিন দিনের জন্য চালু করার ঘোষণা করেছিল। তবে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেল এই স্পেশাল ট্রেনের সূচি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন সূচি ঘোষণা করা হয়েছে।

Advertisements

নতুন সূচি অনুযায়ী হাওড়া দিঘা এই স্পেশাল ট্রেনটি আগামী ১৭ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু করবে এবং তা চলবে আগামী ২২ মার্চ মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন এই একজোড়া ট্রেন হাওড়া থেকে দিঘা এবং দিঘা থেকে হাওড়া যাতায়াত করবে।

Advertisements

০৮০০১ আপ হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন : প্রতিদিন দুপুর ২ টো ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং বিকেল ৫ টা ৫০ মিনিটে দিঘায় পৌঁছাবে।

০৮০০২ ডাউন দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন : প্রতিদিন সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে এবং হাওড়ায় পৌঁছাবে রাত ৯ টা ৪৫ মিনিটে।

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে দোল স্পেশাল এই ট্রেনটির স্টপেজ সম্পর্কে জানিয়েছে, ট্রেনটি যাত্রাপথে হাওড়া এবং দীঘা ছাড়াও সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক এবং কাঁথিতে স্টপেজ দেবে।

Advertisements