সেপ্টেম্বর-অক্টোবরে ১৭ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা, দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনের যেমন কর্মদিবস রয়েছে প্রতিটি মানুষের, ঠিক সেই রকমই কর্মদিবস রয়েছে সরকারি কর্মচারীদেরও (Government Employees)। তবে কর্মদিবসের পাশাপাশি প্রতি মাসেই ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের সেই ছুটির তালিকা সরকারের তরফ থেকে আগাম প্রকাশ করা হয়ে থাকে। সেই তালিকা অনুযায়ী সেপ্টেম্বর এবং অক্টোবর মাস মিলিয়ে মোট ১৭ দিন ছুটি পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা।

পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফ থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য যে ছুটির তালিকা প্রকাশ করা হয়ে থাকে, সেই তালিকা অনুযায়ী সেপ্টেম্বর মাসে মাত্র দুদিন সাধারণ ছুটি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। ৬ সেপ্টেম্বর বুধবার জন্মাষ্টমী উপলক্ষে বন্ধ থাকবে জরুরী বিভাগ ছাড়া রাজ্যের প্রতিটি সরকারি দপ্তর। ঐদিন সরকারি দপ্তর ছাড়াও বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

সেপ্টেম্বর মাসে দ্বিতীয় ছুটি রয়েছে ২৮ সেপ্টেম্বর। ফতেয়া দোয়াজ দাহাম উপলক্ষে রাজ্যের প্রতিটি সরকারি অফিস এবং স্কুল কলেজ ছুটি থাকবে। এর পাশাপাশি সেপ্টেম্বর মাসে শনিবার এবং রবিবার সরকারি কর্মচারীরা যেমন ছুটি পেয়ে থাকেন তেমনি ছুটি পাবেন। স্কুল শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে অবশ্য শনিবার ছুটি নেই। সেপ্টেম্বর মাসে ছুটির সংখ্যা কম থাকলেও অক্টোবর মাস ছুটিতে পুষিয়ে দিয়েছে সরকারি কর্মচারীদের।

অক্টোবর মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের জন্য রয়েছে ছুটি আর ছুটি। অক্টোবর মাসে ১৫ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। মাসের প্রথম ছুটি শুরু হচ্ছে ২ অক্টোবর দিয়ে। ঐদিন মহাত্মা গান্ধী জয়ন্তী। চলতি বছর মহাত্মা গান্ধী জয়ন্তী পড়েছে সোমবার। এক্ষেত্রে শনি, রবি এবং সোমবার টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে সরকারি কর্মচারীদের সামনে।

২ অক্টোবরের পর পরবর্তী ছুটির দিন হল ১৪ অক্টোবর। ঐদিন মহালয়া উপলক্ষে সরকারি কর্মচারীরা ছুটি পাবেন। এছাড়াও মহালয়া উপলক্ষে বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এরপর ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে এই বছরের পূজোর ছুটি। মহা চতুর্থীর দিন থেকে পূজোর ছুটি শুরু হওয়ার পর তা খুলবে ৩০ অক্টোবর। অর্থাৎ এই ধাপে টানা ১৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।