২০২২ সালে কোন কোন দিন অফিস, সামনে এলো পূর্ণাঙ্গ তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই শুরু হবে নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানাতে ইতিমধ্যেই দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাজো সাজো রব। অন্যদিকে আবার সরকারি কর্মচারীরা আগামী বছর কোন কোন দিন অফিস ছুটি রয়েছে সেই তালিকা দেখে আগাম ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন প্ল্যান তৈরি করতে ব্যস্ত।

Advertisements

নতুন বছরে কোন কোন দিন অফিস ছুটি থাকবে তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই স্থানীয় অনুষ্ঠানের ভিত্তিতে তালিকা প্রকাশ করেছে। এই তালিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের কর্মী, জনগণের অভিযোগ এবং পেনশন মন্ত্রক। পাশাপাশি ছুটির তালিকা আলাদা করে বেশকিছু ছুটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদেরও। যা রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে দেওয়া হয়ে থাকে।

Advertisements

ভারত সরকারের তরফ থেকে প্রকাশ করা ছুটির তালিকায় ১৪টি ছুটি বাধ্যতামূলক। এই সকল ছুটির দিনগুলি হল প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী, দিওয়ালি, ক্রিসমাস, গুড ফ্রাইডে, গুরু নানকের জন্মদিন, ঈদ-উল-ফিতর, ঈদ-উল-জুহা, মহাবীর জয়ন্তী, মহরম ইত্যাদি। কেন্দ্রের প্রকাশ করা এই তালিকা অনুযায়ী লক্ষ্য করা গিয়েছে আগামী বছর ১৭টি গেজেটেড ছুটি এবং ৩০টি সীমাবদ্ধ ছুটি রয়েছে।

Advertisements

সাধারণতন্ত্র দিবস ২৬ জানুয়ারি (বুধবার), মহা শিবরাত্রি ১ মার্চ (মঙ্গলবার) হোলি ১৮ মার্চ (শুক্রবার), মহাবীর জয়ন্তী ও বৈশাখী ১৪ এপ্রিল (মঙ্গলবার), পয়লা বৈশাখ ও গুড ফ্রাইডে ১৫ এপ্রিল (বুধবার), ইদ উল ফিতর ৩ মে (মঙ্গলবার), বুদ্ধ পূর্ণিমা ১৬ মে (সোমবার), বকরি ইদ ১০ জুলাই (রবিবার), মহরম ৯ আগস্ট (মঙ্গলবার), স্বাধীনতা দিবস ১৫ আগস্ট (সোমবার), জন্মাষ্টমী ১৯ আগস্ট (শুক্রবার), গান্ধী জয়ন্তী ২ অক্টোবর (রবিবার), দশেরা ৫ অক্টোবর (বুধবার), দিওয়ালি ২৪ অক্টোবর (সোমবার), গুরু নানকের জন্মদিন ৮ নভেম্বর (মঙ্গলবার), বড়দিন ২৫ ডিসেম্বর (রবিবার)।

অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের এই ছুটির তালিকা আরও কতকগুলি দিন যুক্ত হয়েছে। যদিও সম্পূর্ণ সেই তালিকা এখনো রাজ্য অর্থ দপ্তর তাদের ওয়েবসাইটে আপলোড করে নি।

Advertisements