সবচেয়ে কমে গৃহঋণ দরকার, সুযোগ দিচ্ছে এই ৪ ব্যাঙ্ক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুদ্রাস্ফীতি ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার পর গৃহঋণ থেকে শুরু করে অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদের হার বেড়ে গিয়েছে। সুদের হার বৃদ্ধি হওয়ার ফলে ঋণগ্রহীতাদের এখন আগের তুলনায় বেশি সুদ দিতে হচ্ছে। আর এই সুদ বৃদ্ধি পাওয়ার ফলে বেড়েছে ইএমআই। তবে এরই মধ্যে ৪টি ব্যাংক সবচেয়ে কমে গৃহঋণ দিচ্ছে তাদের গ্রাহকদের।

Advertisements

১) ৩০ বছর পর্যন্ত গৃহঋণের মেয়াদের ক্ষেত্রে ব্যাংক অফ ইন্ডিয়া ৭.৮০ শতাংশ হারে ঋণ দিচ্ছে। এই ব্যাংকের তরফ থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ দেওয়া হয়ে থাকে। আবার মহিলারা যদি গৃহঋণের জন্য আবেদন করেন তাহলে তারা ০.০৫ শতাংশ ছাড় পান সুদের ক্ষেত্রে।

Advertisements

২) ৩০ বছর পর্যন্ত গৃহঋণের মেয়াদের ক্ষেত্রে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭.৯০ শতাংশ হারে গৃহঋণ দিচ্ছে। বাড়ির দামের ৯০ শতাংশ পর্যন্ত গৃহঋণ দেওয়া হয়ে থাকে। ঋণ গ্রহণের ক্ষেত্রে ১৫ হাজার টাকা পর্যন্ত প্রক্রিয়াকরণের জন্য খরচ হয়। এছাড়াও গ্রামীণ এবং আধা শহর এলাকায় এই ব্যাংক ইউনিয়ন আবাস নামে একটি প্রকল্পের মাধ্যমে গৃহঋণ দিয়ে থাকে।

Advertisements

৩) ৭.৯০ শতাংশ হারে গৃহঋণ দেয় পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক। গৃহঋণের সর্বোচ্চ মেয়াদ ৩০ বছর এবং গৃহঋণ নেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াকরণের জন্য ০.২৫ শতাংশ খরচ হয়। গ্রামীণ এবং আধা শহর এলাকায় এই ব্যাংক পিএসবি কিষাণ হোম লোন স্কিম নামে একটি প্রকল্পের মাধ্যমে বিশেষ সুবিধা দিয়ে থাকে।

৪) বার্ষিক ৭.৯০ শতাংশ হারে গৃহঋণ দিয়ে থাকে ইউকো ব্যাংক। বাড়ির মূল্যের ৯০% পর্যন্ত ঋণ দিয়ে থাকে এই ব্যাংক এবং মেয়াদ ৩০ বছর পর্যন্ত হয়। প্রক্রিয়াকরণের খরচ হিসাবে সর্বনিম্ন ১৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০০ টাকা পর্যন্ত প্রয়োজন হয়।

Advertisements