সুশান্তের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবিতে চিঠি, উত্তর দিলেন অমিত শাহ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা দেখতে দেখতে পেরিয়ে গেল এক মাস। এই এক মাসে বলিউডে কতনা জলঘোলা হলো। বলিউডের নামিদামি তারকাদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন সুশান্ত অনুরাগী থেকে বলিউডের একাংশ। পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বারংবার CBI তদন্তের দাবি তুলেছেন দেশের বহু মানুষ। এমনকি এই সিবিআই তদন্তের আর্জি পৌঁছেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও। সিবিআই তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি দিয়েছিলেন লোকসভার প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব। আর সেই চিঠি অমিত শাহ পেয়েছেন বলে স্বীকারও করেছেন।

Advertisements

Advertisements

সুশান্তর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে লোকসভার এই প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে চিঠি দেন সেই চিঠি পেয়ে অমিত শাহ পাপ্পু যাদবকে উত্তর দিয়েছেন এবং চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে করেছেন। বিহারের ‘জনাধিকার পার্টি’র সভাপতি পাপ্পু যাদব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো চিঠির অংশ তুলে ধরেছেন তার টুইটার হ্যান্ডেল। সেই চিঠি দেখে দেখা গিয়েছে চিঠিতে অমিত শাহ পাপ্পু যাদবকে লিখেছেন, “২০২০ সালের ১৬ই জুন আপনার চিঠি পেয়েছি। যে চিঠিতে আপনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আবেদন করেছেন। আপনার দেওয়া চিঠি সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠানো হয়েছে।”

Advertisements

আর অমিত শাহের পাঠানো সেই চিঠি পাপ্পু যাদব সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার পাশাপাশি লিখেছেন, “অমিত শাহজি আপনি চাইলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত শুরু হতে পারে এক মিনিটে। দয়া করে এই বিষয়টি এড়িয়ে যাবেন না। বিহারের গৌরব অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে চিঠি লিখে আগ্রহ প্রকাশ করেছিলাম। আর সেই আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছেন।”

তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় কেবলমাত্র দেশের মানুষেরা নন পাশাপাশি দেশের সেলিব্রিটি থেকে শুরু করে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিনেতা এবং খ্যাতনামা উকিল সুব্রহ্মণ্যম স্বামী পর্যন্ত সিবিআই তদন্তের দাবি তুলেছেন।

Advertisements