নিজস্ব প্রতিবেদন : আগস্ট মাসে করোনা আক্রান্ত হয়ে প্রথম হাসপাতালে ভর্তি হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফের একবার অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় তাকে। গত ৩১ শে আগস্ট পরবর্তী চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু ফের অসুস্থ হয়ে তাকে তৃতীয়বারের জন্য হাসপাতালে ভর্তি হতে হলো। শনিবার রাতে ফের তিনি অসুস্থতা বোধ করেন এবং রাত্রি ১১ টা নাগাদ দিল্লির AIIMS এ ভর্তি করা হয়। তিনি ভর্তি রয়েছেন AIIMS এর কার্ডিও নিউরো টাওয়ারে।
প্রথম দফায় আগস্ট মাসের ২ তারিখ করোনা আক্রান্ত হয়ে অমিত শাহ হাসপাতালে ভর্তি হন। এরপর ১৪ ই আগস্ট তিনি করোনামুক্ত হয়ে হোম আইসোলেশনে ফেরেন। AIIMS-এর অধিকর্তা ডাঃ রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল অমিত শাহের শারীরিক দিকের উপর নজর চালাতে থাকে।
তবে এর পরে আবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তখন AIIMS-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী করোনামুক্ত হলেও শরীর অত্যন্ত দুর্বল রয়েছে এবং শরীরে ব্যথা রয়েছে। যে কারনেই করোনা পরবর্তী চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন এবং তার অফিসের সমস্ত কাজকর্ম তিনি হাসপাতাল থেকে বসেই করছেন। আর এই দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর ৩১ শে আগস্ট হাসপাতাল থেকে ছুটি পান। কিন্তু আবার ১২ ই সেপ্টেম্বর তাকে তৃতীয়বারের জন্য ভর্তি হতে হলো হাসপাতালে।
তৃতীয়বারের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কারণ যদিও এখনও স্পষ্ট নয়। কারণ এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি ঠিক কি কারণে অমিত শাহকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে বিজেপি সূত্র এবং অন্যান্য সূত্র মারফত জানা গিয়েছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেওয়ায় তাকে শনিবার রাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। তবে হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ জানা যাবে হাসপাতাল কর্তৃপক্ষের বুলেটিনের পরেই।