বোলপুরে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Amarnath Dutta

Updated on:

অমরনাথ দত্ত : কুয়াশার কারণে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে কলকাতা বিমানবন্দর থেকে ওড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপার। তারপর সেই চপার বোলপুর এসে পৌঁছায় সকাল সাড়ে ১১ টা নাগাদ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে নামে স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার।

তাঁকে বীরভূমের রাঙ্গা মাটিতে বরণ করে নেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা রাহুল সিনহা, বিজেপি সংসদ স্বপন দাশগুপ্ত বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল এবং অন্যান্য নেতৃত্বরা।

এখনো একুশের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা না হলেও রবিবারই বোলপুরে ভোটের দাদামা বাজাতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তবে এদিন অনুব্রত গড়ে রাজকীয় র‍্যালির আগে তিনি বিশ্বভারতীতে অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন। বিধানসভা নির্বাচনের আগে বিশ্বভারতীর এই অরাজনৈতিক কর্মসূচিও বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিন বোলপুরে নামার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথমেই যান বিশ্বভারতীতে। সেখানেই তিনি প্রায় ঘণ্টা দেড়েকের বেশি সময় কাটাবেন। যাবেন রবীন্দ্র ভবনে। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের পড়ুয়াদের সাথে আলাপচারিতা এবং সেখানে পড়ুয়াদের পারফরম্যান্স দেখাও বাউল গান শোনা ছাড়াও তিনি উপাসনা গৃহ একান্তে বেশ কিছুটা সময় কাটাবেন। যার পরেই তিনি বাংলাদেশ ভবনেও যাবেন। সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা হবে তাঁর।

বিশ্বভারতীর কর্মসূচির শেষ করার পর তিনি মধ্যাহ্নভোজনের জন্য পৌঁছে যাবেন শান্তিনিকেতনের পারুলডাঙ্গার বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়ি। সেখানে মধ্যাহ্নভোজনের পর বোলপুর ডাকবাংলো থেকে চৌরাস্তা পর্যন্ত গেরুয়া শিবিরের শক্তি প্রদর্শনের জন্য শুরু হবে অমিত শাহের র‍্যালি। এরপর তিনি বিকালে বোলপুরের মোহর কুটির রিসোর্টে সাংবাদিকদের মুখোমুখি হবেন।