রামপুরহাট কাণ্ডে নড়েচড়ে বসলো কেন্দ্র, হতে পারে কড়া পদক্ষেপ গ্রহণ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : নৃশংস ঘটনায় ফের একবার নাম জড়ালো বীরভূমের। এবার রামপুরহাট উঠে এলো দেশের সংবাদ শিরোনামে। এবার এই ঘটনায় নড়েচড়ে বসল কেন্দ্র। শুধু নড়েচড়ে বসা নয়, পাশাপাশি হতে পারে কড়া পদক্ষেপ গ্রহণ।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। ঐদিন রাত্রি সাড়ে আটটা নাগাদ রামপুরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত বরশাল গ্রামের উপপ্রধান ভাদু শেখ দুষ্কৃতীদের বোমার আঘাতে নিহত হন। তবে এর পরেই ভোররাতে ভাদু শেখের গ্রাম বগটুইয়ে চার থেকে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যে ঘটনায় ৮ জন (সরকারি সূত্র) প্রাণ হারান। এই ঘটনা নিয়েই তৎপরতা শুরু করল কেন্দ্র।

কেন্দ্রের তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট পাঠানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠাতে হবে। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের আসবে কেন্দ্রের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল।

ঘটনা যাকে কেন্দ্র করেই হোক না কেন এই ঘটনাকে নিয়ে সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। যদিও তৃণমূলের তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। এই ঘটনার পরেই বিজেপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে। জানা যাচ্ছে বিজেপির ৫ সংসদীয় প্রতিনিধি দল আসবে বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে।

যদিও কেন্দ্রীয় দল পাঠানোর তীব্র বিরোধিতা করে নিন্দা করেছেন পার্থ চ্যাটার্জি। তিনি জানিয়েছেন, “যে কোনও মৃত্যু দুর্ভাগ্যজনক। শোনা যাচ্ছে যে এই ঘটনার জন্য কেন্দ্র টিম পাঠাচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ আধিকারিকদের ক্লোজ করা হয়েছে। সিট গঠন হয়েছে। এই বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ তদন্ত হবে। রাজ্যের পাশে না দাঁড়িয়ে টিম পাঠানো নিন্দনীয় ঘটনা।”