Honda Amaze: গাড়ির মার্কেটে বড়দিনের আগেই হন্ডা আনছে নতুন চমক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Honda Amaze: Maruti Suzuki কিছুদিন আগে ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে তাদের নতুন Maruti Dzire ৷ এরপরে আরো একটি চমক অপেক্ষা করছে গাড়িপ্রেমীদের জন্য। হন্ডা ঘোষণা করেছে যে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে নেক্সস্ট জেনেরেশন কমপ্যাক্ট সেডান হন্ডা আমেজ (Honda Amaze)। কবে এটি মার্কেটে আসবে সেই দিনটি পর্যন্ত ঘোষণা করা হয়ে গেছে। হন্ডা আমেজ-এর ফেসলিফ্ট মডেল ডিসেম্বরের ৪ তারিখের মধ্যে মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে৷ হোন্ডার এই নতুন গাড়ির অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন হন্ডা আমেজ এর লেটেস্ট ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রয়েছে সিটি সেডান এবং এলিভেট SUV-র ৷

Advertisements

কোন কোন নতুন ফিচারস যুক্ত করা হয়েছে হন্ডার এই নতুন গাড়িটিতে? হন্ডার Evate SUV-এর থেকে আকারে একটু ছোট হলো হন্ডার এই নতুন হন্ডা আমেজ। এমনকি এই নতুন গাড়ির হেডল্যাম্পগুলি বেঁকানো টাইপের। LED তে রয়েছে টাইম রানিং ল্যাম্প। এছাড়াও ব্যবহার করা হয়েছে মসৃণ ক্রোম ট্রিম হেডলাইট। এই ধরনের হেডলাইট সাধারণত ব্যবহার করা হয়ে থাকে হন্ডার এলিভেটের মডেলে। হন্ডা আমেজ-এ (Honda Amaze) রয়েছে একটি ষড়ভুজাকার গ্রিল৷ এই ধরনের গ্রিল হেডলাইটটিকে যেকোনো ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে।

Advertisements

আরো পড়ুন: বাজার ধরতে দুর্দান্ত স্কুটার লঞ্চ করলো Vespa! যা হার মানাবে রয়েল এনফিল্ড বুলেটকে

হন্ডার ফেসলিফট মডেলে আরো একটি অন্যতম ফিচারস হল ফগ লাইট৷ হন্ডা অ্যামেজে রয়েছে মাল্টি-স্পোক অ্যালয় হুইল এবং এই গাড়ির পিছনের অংশটি দেখতে হোন্ডা সিটির মতো। হণ্ডা সিটির সঙ্গে সামঞ্জস্য রয়েছে নম্বর প্লেট হাউজিংয়ের পাশের টেল-ল্যাম্পগুলিতে। নতুন হন্ডা অ্যামেজের (Honda Amaze) পিছনের বাম্পারটি আলাদা আগের মডেলের থেকে৷ হন্ডা আমেজ এর নতুন গাড়ি অত্যাধুনিক সেডান মডেলের গাড়ির মতোই। Honda Cars India-র তরফ থেকে এমনটাই জানানো হয়েছে৷

Advertisements

আরো পড়ুন: হোন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ হলো মার্কেটে, কি প্রতিক্রিয়া গ্রাহকদের

হন্ডার এই নতুন গাড়ির ইন্টেরিয়র ডিজাইনেও আমূল পরিবর্তন আনা হয়েছে। গাড়িটির ড্যাশবোর্ড ডিজাইন Honda Elevate-এর মতো৷ এতে আছে ফ্রি-স্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এইচভিএসি কন্ট্রোল, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল। বাড়তি ফিচার হিসেবে পাওয়া যাবে চার্জিং সেলফ, ইউএসবি পোর্ট এবং দুটি কাপ হোল্ডার। ড্যাশবোর্ডেও দেওয়া হয়েছে ডুয়েলটোন ফিনিশ ৷ কালো এবং বেইজ থিমের সঙ্গে রূপলী রঙের হাইলাইট করা হয়েছে।

নতুন হন্ডা আমেজ-এ (Honda Amaze) রয়েছে ১.২-লিটার পেট্রোল ইঞ্জিন। এটি ৫ স্পীড ম্যানুয়াল বা CVT স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে যুক্ত৷ এই গাড়িটি সিএনজিতে চালাতে পারবে গ্রাহকেরা। আশা করা আছে গ্রাহকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করবে হন্ডা আমেজ। তবে হন্ডা আমেজ সরাসরি Maruti Dzire-এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে সে বিষয়ে একেবারে নিশ্চিত হণ্ডা কারস ইন্ডিয়া। হন্ডার এই নতুন গাড়িটি Hyundai Aura এবং Tata Tigor-এর মত গাড়ির সঙ্গে সহজেই প্রতিযোগিতা করতে পারবে।

Advertisements