Honda Smallest Two wheeler: ক্রেতাদের জন্য হোন্ডা নিয়ে আসলো আশ্চর্য চমক, সুযোগ হাতছাড়া করবেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Honda Smallest Two wheeler: বর্তমানে সাধারণ মধ্যবিত্ত চার চাকার পরিবর্তে দুই চাকার প্রতি বেশি আগ্রহী। কারণ চার চাকা কেনার সামর্থ্য অনেক মানুষেরই থাকে না। তাই যে কোন জায়গায় যাতায়াতের সুবিধার জন্য দুই চাকার মত গাড়ি হলে সোনায় সোহাগা। ভারতীয় মার্কেটে একাধিক টু হুইলার নির্মাণকারী সংস্থা রয়েছে। তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি নাম হলো হণ্ডা। হোন্ডার বিভিন্ন বাইক এবং স্কুটারের চাহিদা গ্রাহকদের মধ্যে অত্যন্ত বেশি। তবে আজকের এই প্রতিবেদনে হোন্ডার একটি অভিনব সৃষ্টি সম্পর্কে তুলে ধরা হবে।

Advertisements

যদি দ্রুত কোন জায়গায় পৌঁছাতে চান তাহলে দুই চাকার মতো বিকল্প আর কিছু হবে না। তবে দূরে কোথাও যেতে গেলে টু হুইলার সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। তখন কিন্তু সাধারণ মানুষকে সেই বাস কিংবা অন্যান্য গাড়ির উপরই নির্ভর করতে হয়। কিন্তু যাতায়াতের সুবিধার জন্য যদি দুই চাকা (Honda Smallest Two wheeler) বয়ে নিয়ে যাওয়া যেত অনেক দূরে তাহলে কেমন হত?

Advertisements

আরো পড়ুন: গাড়ির মার্কেটে বড়দিনের আগেই হন্ডা আনছে নতুন চমক

কথাটি শুনলে অবিশ্বাস্য হলেও এখন একেবারে সত্যি হতে চলেছে হোন্ডার দৌলতে। এই আশ্চর্য কাজটি এখন একেবারে সম্ভব। নিজের দুই চাকা একেবারে বয়ে নিয়ে যেতে পারবেন অনেক দূরে। অর্থাৎ দূরে কোথাও গেলেও সাথে করে যাবে আপনার দুই চাকা। তা হলে অনেক জায়গায় যাওয়া আরও সহজ হয়ে যাবে। এরকমই একটা দুচাকা আনল হোন্ডা (Honda Smallest Two wheeler)।

Advertisements

আরো পড়ুন: বাজার ধরতে দুর্দান্ত স্কুটার লঞ্চ করলো Vespa! যা হার মানাবে রয়েল এনফিল্ড বুলেটকে

গাড়িটির নাম হোন্ডা মোটোকমপ্যাক্টো (Honda Smallest Two wheeler)। একবার চার্জ দিলে প্রায় কুড়ি কিলোমিটার অবধি এটি ছুটতে পারবে। সেই সঙ্গে স্কুটারটির সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। স্কুটারটির সম্পূর্ণ যার যদি সময় নেবে তিন ঘন্টা। মাত্র ৭ সেকেন্ডে গতি ০ কিমি থেকে ২৫ কিমি উঠতে পারে। গাড়িটি লম্বায় মাত্র আড়াই ফুট। গাড়িটিকে যদি ফোল্ড করে নেওয়া হয় তাহলে যেকোন জায়গায় সহজে নিয়ে যেতে পারবেন।

হয়তো ভাবছেন এত ছোট গাড়ি তাই হয়তো হালকা স্কুটার হবে, কিন্তু বাস্তবে সেটা নয়। হোন্ডার এই গাড়িটি যথেষ্ট মজবুত। মেটাল বডি-সহ সর্বোচ্চ ১২০ কেজি ওজন নিতে পারবে। গাড়িতে ফিচারস এর মধ্যে রয়েছে স্পিডোমিটার এবং ব্রেক। এই অভিনব গাড়িটির দাম ৫৫ হাজার টাকা। হন্ডার যেকোনো জায়গা থেকেই মোটোকম্প্যাক্টো অর্ডার দিতে পারবেন এমনকি চালাতে কোনও লাইসেন্সও লাগবে না।

Advertisements