Honda Motocompacto: সুটকেসে চড়ে হবে বাজার, যাওয়া যাবে অফিস! Honda-র নয়া আবিষ্কারে মাইলেজ নিয়েও চিন্তা নেই

Prosun Kanti Das

Published on:

Advertisements

Honda brought suitcase cum motorcycle Motocompacto: যখন প্রযুক্তি ও সৃষ্টিশীলতার অপরূপ মেলবন্ধন ঘটে তখন সত্যি তৈরি হয় এক চমৎকার জিনিসের। জনপ্রিয় গাড়ি সংস্থা হন্ডা (Honda Motocompacto) এমনই এক অসাধ্য সাধন করেছে। তাদের তৈরি একটি ই-স্কুটার বা বাইক যা ফোল্ড করলেই হয়ে যাবে সুটকেস। এতে চড়ে অনায়াসে পৌঁছে যেতে পারবেন অলি-গলি। জাপানের গাড়ি সংস্থার এই কীর্তি দেখে বিস্মিত গোটা বিশ্ব।

Advertisements

সম্প্রতি মার্কেটে এসেছে Honda Motocompacto নামক একটি ইলেকট্রিক স্কুটার। দেখতে কিন্তু একেবারে কিউট পুঁচকে সাইজের আর আয়তন খুবই ছোট কিন্তু কাজে বেশ মজবুত। ১৯৮০ এর দশকে Honda Motocompacto মার্কেটে আলোড়ন ফেলে দিয়েছিল। সেই আইকনিক স্কুটারের নতুন ভার্সন লঞ্চ করল কোম্পানি। বর্তমান শহরবাসীদের কাছে এক বড় যন্ত্রণা যানজট। রাস্তায় একবার জ্যাম লাগলে তা থেকে মুক্তি পাওয়া হয়ে ওঠে দুষ্কর। আর যানজট যখন তীব্র আকার ধারণ করে তাহলে তো কথাই নেই। এই সমস্যা থেকে গ্রাহকদের মুক্তি দেবে Motocompacto, আশাবাদী হন্ডা (Honda Motocompacto)।

Advertisements

চমৎকার এই বাইক তৈরি হয়েছে ওহিও এবং ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ইঞ্জিনিয়ারদের দ্বারা (Honda Motocompacto), মসৃণ সাদা চেহারার এই দু চাকাতে দেওয়া হয়েছে রেট্রো ছোঁয়া। দেখলে অবাক হবেন এবং মনে হবে কোনও সাইন্স ফিকশন ছবির দৃশ্য। বাস্তব অভিজ্ঞতা দিতে বাইকে রয়েছে ফুটপেগ, হ্যান্ডেলবার, সাইড স্ট্যান্ড এবং একটি সিট।

Advertisements

কোম্পানির অবশ্য দাবি করেছে, এতে রয়েছে ৬.৮Ah ব্যাটারি ক্যাপাসিটি এবং ফুল চার্জ হতে সময় নেয় ৩.৫ ঘণ্টা। ব্যাটারি ফুল চার্জ হলে রেঞ্জ/মাইলেজ দিতে পারে ১৯.৩ কিলোমিটার। এই দু চাকার সর্বোচ্চ গতি ২৪ কিমি প্রতি ঘণ্টা। বাইকে রয়েছে ৪৯০ ওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মোটর।

সবথেকে মজাদার ব্যাপার হলো আপনি ফোল্ড করে সুটকেস হিসেবেও ব্যবহার করতে পারবেন বাইকটিতে। এর ওজন মাত্র ১৯ কেজি তাই খুব বেশি অসুবিধা হবে না বলে মনে করছে কোম্পানি। বাইকটিকে চার্জ দেবার চার্জার ভিতরেই রাখা যাবে। এ ছাড়া রয়েছে ডিজিটাল স্পিডোমিটার। দু চাকার লাইটিং এবং রাইডিং মোড কন্ট্রোল করতে পারবেন অ্যাপের মাধ্যমে। পাশাপাশি থাকবে ব্লুটুথ কানেকশনের সুবিধা। এই স্কুটার বা বাইক চেপে পুজোর প্যান্ডেল হপিং করতে পারেন অথবা পাড়া-পড়শিতে ঘোরার জন্যও ব্যবহার করতে পারেন। দাম কত জেনে নিতে হবে, এই বৈদ্যুতিক ফোল্ডিং বাইক কিনতে খরচ হবে আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে যা খরচ হবে। এর দাম রাখা হয়েছে ৯৯৯ ডলার। হন্ডা এবং Acura নামক ডিলার্স মারফত অর্ডার করা যাবে এই বাইক।

Advertisements