Honda e-MTB Electric Cycle: কম বাজেটে ই-সাইকেল কিনবেন, খরচ করতে হবে মাত্র ২ হাজার টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Honda e-MTB Electric Cycle: হন্ডা ই-এমটিবি হল একটি বৈদ্যুতিক মাউন্টেন বাইক যা কর্মক্ষমতা এবং উদ্ভাবনী প্রযুক্তির এক অনন্য মিশ্রণ। হন্ডা কোম্পানির সবথেকে বেশি গাড়ি বিক্রি হয় এই ভারতে। একনজরে দেখে নিন এই থ্রি হুইলার সাইকেলের বৈশিষ্ট্যগুলো:

Advertisements

• থিন-ওয়াল অ্যালুমিনিয়াম কাস্টিং: ফ্রেম এবং সুইংআর্ম এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, যার ফলে একটি হালকা ওজনের কিন্তু মজবুত গঠন।
• মসৃণ এবং আধুনিক: বাইকের ডিজাইনে তৈরি করা হয়েছে এটি। যার বৈশিষ্ট্য পরিষ্কার লাইন এবং একটি কমপ্যাক্ট প্রোফাইল।

Advertisements

এর দুর্দান্ত ফিচার বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। হন্ডা কোম্পানির বাইক কিংবা স্কুটার প্রথম লঞ্চ হয়েছে ভারতে কিন্তু বর্তমানে প্রথম ই সাইকেল লঞ্চ (Honda e-MTB Electric Cycle)হতে চলেছে। মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যেই থাকবে এই ই সাইকেলের দাম। মধ্যবিত্ত মানুষের বাজেটের কথা চিন্তা করেই এটি তৈরি করা হয়েছে। ইলেকট্রিক টু-হুইলারের উত্তেজনা সত্যিই চোখে পড়ার মতো। ইলেকট্রিক সাইকেল কেনার যদি প্ল্যান করে থাকেন তাহলে হোন্ডার এই ই -সাইকেল অবশ্যই কিনতে পারেন। তবে হন্ডা ই-এমটিবি ইলেক্ট্রিক সাইকেল সম্পর্কে জেনে রাখতে পারেন।

Advertisements

কোম্পানি হন্ডা ই-এমটিবি ইলেক্ট্রিক সাইকেল-এ শক্তিশালী ও বড় ব্যাটারী ব্যবহার করেছে। যার ফলে দীর্ঘ রেঞ্জ সহজেই পার করা যায়। এমনকি এই ইলেকট্রিক সাইকেলে ব্যবহৃত ব্যাটারি খুব অল্প সময়েই চার্জ হয়ে যায়। হন্ডা ই-এমটিবি ইলেক্ট্রিক সাইকেল-এ ব্যবহার করা হয়েছে শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি , এটি 36Ah শক্তি উৎপাদন করতে পারে। একবার চার্জ দিলে এই সাইকেল চলবে তিন ঘন্টা। এটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ১৫০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

আরো পড়ুন: গ্রাহকদের জন্য সুখবর! কমে গেল OnePlus Pad 2 এর দাম

এই ইলেকট্রিক সাইকেলে (Honda e-MTB Electric Cycle)ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইলেকট্রিক মোটর, এতে ২৫০ ওয়াটের BLDC টেকনোলজির ইলেকট্রিক মোটরের সুবিধা পাবেন। এই মোটরের সাহায্যে হন্ডা ই-এমটিবি ইলেক্ট্রিক সাইকেল প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম।

ইলেকট্রিক সাইকেলটির ডিজাইন যথেষ্ট আকর্ষণীয়। যারা কম বাজেটে ইলেকট্রিক সাইকেল নিতে চান তাদের জন্য এটি একেবারে উপযুক্ত। হন্ডা ই-এমটিবি ইলেক্ট্রিক সাইকেল কিনতে পারবেন খুব সহজেই। ভারতীয় মার্কেটে এই ইলেকট্রিক সাইকেল এর মূল্য মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকা। সাইকেলটি একবার মার্কেটে লঞ্চ হলে মাত্র ২ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাড়িতে নিয়ে আসতে পারবেন এই সাইকেলটি।

Advertisements