Honda: পেট্রোল চালিত স্কুটি, বাইকের দিন শেষ! এবার বড় সিদ্ধান্ত নিল হোন্ডা

Antara Nag

Published on:

Honda is going to launch a bunch of EV scooters to capture the Indian market: সারা পৃথিবীজুড়ে সবচেয়ে বহুল ব্যবহৃত গাড়ি হল টু হুইলার। রাস্তায় বেরোলেই পরিলক্ষিত হয় বহু সংখ্যক পেট্রল চালিত স্কুটি এবং বাইক। যার বেশিরভাগটাই ICE দ্বারা নির্মিত। তবে এবার সেই পেট্রোল চালিত স্কুটি এবং বাইক নিয়ে বড় পদক্ষেপ নিল হোন্ডা (Honda)। যা ২০৪০ সাল থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে টু হুইলার কোম্পানি হোন্ডা। কি সেই সিদ্ধান্ত? তাতে ভারতেই বা কি প্রভাব পড়বে?

বর্তমান সময়ে কম-বেশি প্রতি বাড়িতে যেমন স্মার্টফোন রয়েছে তেমনি প্রতি বাড়িতেই একটি করে স্কুটি বা বাইক রয়েছে। যার বেশিরভাগটাই পেট্রোল চালিত। এর ফলে ক্রেতাদের গাড়ির খরচ খরচা যেমন বেশি হয় তেমন পরিবেশ দূষণও ঘটে। তাই এইসব কথা মাথায় রেখে স্কুটি এবং বাইক তৈরি নিয়ে নয়া পরিকল্পনা প্রকাশ করল হোন্ডা (Honda)। কি সেই পরিকল্পনা?

হোন্ডা সংস্থা তরফে জানানো হয়েছে, ২০৪০ সাল থেকে আর নির্মিত হবে না ICE চালিত বাইক, স্কুটি। যা এই প্রথম কোনো অটোমোবাইল সংস্থা এই সিদ্ধান্ত নিল। তাহলে কি করবে? হোন্ডার নয়া পরিকল্পনা ২০৪০ সাল থেকে নির্মাণ করবে ক্লিন এনার্জি চালিত টু হুইলার। অর্থাৎ ২০৪০ সাল থেকে হোন্ডা বাজারে আনবে ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার। যার জন্য ইতিমধ্যেই ইভি নির্মান পরিকল্পনায় ব্যাপক হারে বিনিয়োগ করেছে সংস্থা।

আরও পড়ুন 👉 Hero MotoCorp: এক লিটার পেট্রোলে ছুটবে ৭৩ কিমি! জনপ্রিয় পুরাতন মডেল নতুনভাবে আনছে হিরো

সংস্থার পরিকল্পনা ২০২৫ সালে বাজারে আনবে ১০টি ইভি। যা ২০২৬-এ ১০ লাখ এবং ২০৩০ সালের মধ্যে ৩৫ লাখ বিক্রির সংখ্যায় নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে হোন্ডার। সেই অনুযায়ী গত কয়েক বছর ধরেই ইভিতে বিনিয়োগ হোন্ডার। তবে শুধু টু হুইলার নির্মাণ নয়, পুরো ইকো সিস্টেম নির্মাণের জন্যই এই বিনিয়োগ হোন্ডার। যার জন্য ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ব্যাটারির পরীক্ষা-নিরীক্ষা। পাশাপাশি চার্জিং স্টেশন এবং পরিকাঠামো তৈরির জন্যও বেশ কিছু সংস্থার সাথে ভেঞ্চার্সও তৈরি করেছে।

তাহলে কি পেট্রোল চালিত বাইক, স্কুটি উপলব্ধ হবে না? না, তা নয়, যতদিন স্টক থাকবে ততদিন পেট্রোল চালিত বাইক, স্কুটি বিক্রি হবে। তবে হোন্ডার (Honda) পরিকল্পনায় আস্তে আস্তে অন্যান্য সংস্থাও আগ্রহী হবে। যার ফলে পেট্রোল চালিত বাইক, স্কুটি তৈরিতে উৎসাহ কমবে সংস্থার। প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে ইভি লঞ্চ করার পরিকল্পনা হলেও ভারতীয় বাজারে সংস্থা ইভি লঞ্চ করার পরিকল্পনা প্রকাশ করেনি। তবে শীঘ্রই তা পূরণ হবে বলে মনে করা হচ্ছে। জল্পনা চলছে হোন্ডা অ্যাক্টিভার ইলেকট্রিক ভার্সন লঞ্চ হবে ভারতীয় বাজারে। যা প্রতিদ্বন্দী হয়ে উঠবে ওলা এবং এথার এনার্জির। তবে হোন্ডার এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় তাই দেখার অপেক্ষা।