Honda 125cc Scooter: বাজারে আসছে হোন্ডার নতুন ১২৫ সিসির স্কুটার, ভারতীয় বাজারেও চলবে নতুন স্কুটারের রমরমা

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Honda 125cc Scooter: বাজারে আসছে হোন্ডাল নতুন ১২৫ সিসির স্কুটার, ভারতীয় বাজারেও চলবে নতুন স্কুটারের রমরমা। ভারতীয় গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় নাম হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া। বর্তমানে গাড়ি প্রেমীদের মধ্যে সাধারণ মডেলের গাড়ির চেয়ে স্পোটিং বাইক এবং স্পোটিং স্কুটারের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। তাই সব ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখে হন্ডার পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে নতুন ১২৫ সিসির একটি স্কুটার (Honda 125cc Scooter)। ইতিমধ্যে এই স্কুটারটির পেটেন্ট ডিজাইন জমা করা হয়েছে ভারতের সরকারের কাছে।

Advertisements

হন্ডার এই নতুন ১২৫ সিসির স্কুটারটির (Honda 125cc Scooter) নাম হন্ডা এনএক্স ১২৫। ২০২০ সালে গাড়িটি প্রথম লঞ্চ করা হয়েছিল চীনে। এরপর ২০২৪ এ ভারতে লঞ্চ করার উদ্যোগ নিচ্ছে সংস্থা। এই গাড়িতে ব্যবহার করা হয়েছিল একসময় ভারতীয় বাজারে বিক্রি হওয়া জনপ্রিয় ইঞ্জিন প্রস্তুতকারক সংস্থা গার্জিয়ার ইঞ্জিন। ভারতীয় বাজারে গাড়িটি লঞ্চ করা হবে কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত ভাবে কিছু জানায়নি ভারত সরকার। তবে গাড়িটি লঞ্চ করা হলে টিভিএস, সুজুকি, ইয়ামাহা মতন বড় বড় সংস্থার একাধিক মডেলকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এই গাড়ি।

Advertisements

ডিজাইনের দিক থেকে হন্ডার নতুন গাড়িটি (Honda 125cc Scooter) গার্জিয়া ১২৫ এর সমতুল্য বলা চলে। এই গাড়িতে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ডুয়েল পড এলইডি হেড লাইট, ইন্টেরিয়র প্যানেল এবং টেল সেকশন, টার্ন ইন্ডিকেটর। এ ছাড়া গাড়ির নকশাতে রয়েছে শার্প অ্যাঙ্গেলের ছোঁয়া। গাড়ির সামনের দিকে একটি ছোট স্টোরেজ এরিয়া ছাড়াও থাকছে বড় আন্ডার সিট স্টোরেজ এরিয়া এবং ইউএসবি পোর্ট। রয়েছে একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

Advertisements

আরো পড়ুন: কম খরচে ভালো গাড়ির খোঁজ করছেন, তাহলে বেছে নিতে পারেন এই গাড়িগুলিকে

এই গাড়িতে ব্যবহৃত ফুয়েল ট্যাঙ্কটি ৬ লিটার পর্যন্ত তেল সংগ্রহ করতে সক্ষম। রয়েছে ১২৫ সিসির একটি ইঞ্জিন যা গাড়ির চাকার গতিবেগ বাড়াতে সাহায্য করে। এই ইঞ্জিনটির সাহায্যে ৭০০০ আরপিএম গতিতে ৮.৭ বি এইচ পি শক্তি উৎপাদন করা সম্ভব। এবং ৬০০০ আরপিএম গতিতে ৯.৭ এনএম টর্ক শক্তি উৎপাদন হয়। সামনের চাকা ১৫ ইঞ্চির এবং পিছনের চাকা রয়েছে ১০ ইঞ্চির। এছাড়াও গাড়িতে একটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রেয়ার মনোশক সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। গাড়িটির ওজন ১০৬ কেজি।

প্রসঙ্গত উল্লেখ্য, পেটেন্ট জমা দেওয়া হয়েছে মানেই ভারতীয় বাজারে এই গাড়ি লঞ্চ করা হবে তার কিন্তু কোন মানে নেই। ভারত সরকার এই বিষয়ে অসম্মত হতে পারে। তাছাড়াও অনেক সময় সংস্থা শুধু মাত্র গাড়ির নাম এবং পেটেন্টের স্বীকৃতি পাওয়ার জন্যই এমনটা করে থাকেন। তাই গাড়িটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে কিনা সে বিষয়ে এখনও সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে চীনে এই গাড়িটি (Honda 125cc Scooter) বেশ ভালো ব্যবসা করছে। আপাতত চীনে এই গাড়ির দাম ভারতীয় টাকায় ১.৭ লক্ষ টাকা।

Advertisements