Hooghly river Ferry Service: আরও সহজ হচ্ছে কলকাতা যাতায়াত! এবার ২৪ ঘন্টা মিলবে ফেরি

Prosun Kanti Das

Published on:

Advertisements

The ferry service of the two districts has been extended to reach Kolkata easily: গণপরিবহনগুলোর মধ্যে ট্রেন ও সড়কপথের পাশাপাশি জলপথ কিন্তু মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। নিত্যদিনের যাতায়াতের জন্য কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়ার মতো জেলাগুলির মানুষ যাতায়াতের জন্য সবথেকে বেশি নির্ভর করে ফেরি পরিষেবার ওপর। পশ্চিমবঙ্গে এমন বহু জায়গা আছে যেখানে ফেরি সার্ভিস হলো মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এবং গন্তব্যস্থলে পৌঁছতেও সাহায্য করে তাড়াতাড়ি। সকাল থেকে রাত পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার ফেরিঘাটগুলিতে একটা নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট ব্যবধানে নৌকা, লঞ্চ, ভুটভুটি বা ভেসেল চলাচল করে যাত্রীদের পরিবহন ব্যবস্থা দেওয়ার জন্য। সম্প্রতি ভাগীরথীরের দুই জেলাতে ফেরি পরিষেবা আগের থেকে আরও উন্নত হয়েছে (Hooghly river Ferry Service)।

Advertisements

যাত্রীদের জন্য ফেরি পরিষেবার সেই সময়সীমায় বাড়তে চলেছে। ফেরি যাতায়াতের সময়সীমা বৃদ্ধি করা হলো নদিয়ার শান্তিপুর এবং হুগলির গুপ্তিপাড়ার মধ্যে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে শান্তিপুর পুরসভাকে সম্প্রতি রাজ্য পরিবহণ দফতর একটি নির্দেশিকা পাঠিয়েছে। এই নির্দেশিকায় জানানো হয়েছে, ২৪ ঘণ্টাই দুই পাড়ের মধ্যে ফেরি যোগাযোগ চালু থাকবে (Hooghly river Ferry Service)। এই ব্যবস্থা কার্যকর করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই পরিষেবা চালু হলে দুই জেলার মানুষের কলকাতায় যাওয়ার সুবিধা অনেক বেড়ে যাবে।

Advertisements

সাধারণ মানুষের কাছে কলকাতা পৌঁছানো এখন অনেকটাই সহজতর হতে চলেছে। এর ফলে শান্তিপুর কিংবা মুর্শিদাবাদ থেকে নদীর অপর পাড়ে হুগলির দিল্লি রোড হয়ে সহজে পৌঁছানো যাবে মহানগরী কলকাতাতে। জাতীয় সড়ক সম্প্রসারণ পর্বে জল পরিবহনের ক্ষেত্রে এই কার্যকরী সিদ্ধান্ত আমজনতার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, এতদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফেরি পরিষেবা চালু থাকত। তবে পরিবহণ দফতরের নির্দেশে এবার ২৪ ঘণ্টার জন্যই চালু করা হচ্ছে(Hooghly river Ferry Service)।

Advertisements

জলপথ পরিবহনের দ্বারা কয়েক মাস আগেই যুক্ত করা হয়েছে শান্তিপুরের সঙ্গে মায়াপুরকে। গত মে মাসে বিশেষ লঞ্চ পরিষেবা চালু করেছে শান্তিপুর পুরসভা। নতুন জল পরিবহন ব্যবস্থার উদ্বোধন করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ভাগীরথীর বুকে নতুন এই লঞ্চ পরিষেবা পর্যটনের অনেকটাই গতি আনবে বলে মনে করছে পুরসভা (Hooghly river Ferry Service)। প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থক্ষেত্র মায়াপুরকে ঢেলে সাজানো হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছে শান্তিপুর এবং মায়াপুরকে জলপথে এক সুতোয় বাঁধার। সেই জন্যই জলপথ পরিবহন ব্যবস্থায় দ্রুত উন্নতি সাধন করা হচ্ছে।

যাত্রীদের জন্য এবার থেকে ২৪ ঘণ্টাই ফেরি পরিষেবা চালু থাকবে শান্তিপুর ঘাটে। মানুষের পক্ষে রাতবিরেতেও নদী পারাপার করা এখন আরো অনেকটাই সহজ হয়ে যাবে। এখন থেকে দুই জেলার মানুষের বহু ক্ষেত্রে সুবিধা হবে এমনটাই মনে করছেন প্রশাসনিক কর্তারা।

Advertisements