ঘোড়ার তাণ্ডব! আতঙ্কে কড়িধ্যার বাসিন্দারা, আহত ২

পার্থ দাস : এতদিন হাতি, বাঘ সহ বিভিন্ন প্রাণীদের আতঙ্ক ছড়াতে শোনা যেত বিভিন্ন এলাকায়। কিন্তু এবার এসবকে ছাড়িয়ে ঘোড়ার আতঙ্ক ছড়ালো বীরভূমের (Birbhum News) কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকায় বেশ কয়েকটি ঘোড়া রয়েছে। তারা দীর্ঘদিন ধরে থাকলেও গত কয়েকদিন ধরে রীতিমতো তান্ডব চালাচ্ছে। তাদের তাণ্ডবে আহত হচ্ছেন এলাকার বাসিন্দারা। ওই সকল ঘোড়ার তাণ্ডব এতটাই ভয়ঙ্কর যে তাদের তরফ থেকে এই ঘোড়াগুলিকে ‘মানুষ খেকো’ ঘোড়া বলা হচ্ছে।

এলাকায় ঘোড়ার তাণ্ডবে এখনো পর্যন্ত দুজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। যাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের নাম মনতোষ সেন। গত সোমবার কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার হাটতলায় ওই যুবককে একটি ঘোড়া লাথি মেরে ভয়ঙ্কর ভাবে আহত করে। এরপরই তাকে প্রথমে সিউড়ির একটি বেসরকারি হাসপাতাল এবং সেখান থেকে দুর্গাপুরে স্থানান্তরিত করা হয়।

সোমবারের ওই ঘটনার রেস কাটতে না কাটতেই ফের বৃহস্পতিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। বৃহস্পতিবার নতুন করে ঘোড়ার তাণ্ডবে আহত হলেন আনন্দ গোপাল পাল নামে এক টোটো চালক। জানা গিয়েছে, এদিন তিনি বাড়ি থেকে টিফিন করে ভাড়া তুলতে যাচ্ছিলেন এবং সেই সময়ে একটি ঘোড়া তার ওপর হামলা চালায়। হামলায় ওই টোটো চালকের টোটোটি উল্টে যায় এবং গাড়ির ক্ষতি হওয়ার পাশাপাশি তিনিও আহত হয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।

স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘোড়াগুলি গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় অনিন্ত্রিতভাবে ছোটাছুটি করছে। তাদের এই ছোটাছুটির পাশাপাশি তারা মানুষের উপর হামলা চালাচ্ছে। সেই হামলাতেই আহত হচ্ছেন একের পর এক বাসিন্দারা। এর আগেও পুলিশ এবং বনদপ্তরকে আবেদন জানানো হয়েছিল ঘোড়াগুলিকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য। কেননা এই ঘোড়াগুলি কাদের তা কারো জানা নেই।

সোমবারের ঘটনার পর এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেদিনের ঘটনার পর বৃহস্পতিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ফের এলাকার বাসিন্দারা পথ অবরোধ করেন এবং বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে পথ অবরোধ তুলে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি ঘোড়াগুলিকে উদ্ধার করে অন্য কোথাও স্থানান্তরিত করা হবে।