House of Sundar Pichai: সুন্দর পিচাইয়ের বাড়ির দাম মাত্র ১০,২১৫ কোটি! ভিতরে কী কী রয়েছে আন্দাজ করুন তো!

Antara Nag

Published on:

Advertisements

বাড়ীর সুন্দর সাজসজ্জার মধ্য দিয়ে তার মালিকের সুন্দর মনের পরিচয় ঘটে। গুগলের সিইও সুন্দর পিচাইকে চেনেন না এমন কেউ এই পৃথিবীতে নেই। তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং আইআইটি স্নাতক। বর্তমানে সুন্দর পিচাই গুগল তথা তার মালিকানাধীন সংস্থা অ্যালফাবেটের সিইও। তার ছোটবেলা কেটেছে তামিলনাড়ুতে। সেখানকার ছোট্ট একটি পরিবার থেকে উঠে এসে আজ তিনি বিশ্বের সেরা এগজেকিউটিভদের মধ্যে অন্যতম। এ হেন সুন্দর পিচাই কোন বাড়িতে (House of Sundar Pichai) থাকেন জানেন কি?

Advertisements

তার জীবনের উত্থান এবং তার কর্মজীবন সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু কেমন তার ব্যক্তিগত জীবন? গুগলের সিইও-র বাড়ি (House of Sundar Pichai) সম্পর্কে জানলে আপনি অবাক হবেন অবশ্যই। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে রয়েছে পিচাইয়ের প্রাসাদ তথা বাড়ি। পাহাড়ের উপর ৩১ একর জমি নিয়ে তৈরি হয়েছে এই সুন্দর বাড়িটি। সুন্দর পিচাই এটি কিনেছিলেন ৪০ মিলিয়ন ডলার বা ৪ কোটি ডলার দিয়ে। গত বছর এই বাড়ির দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১০,২১৫ কোটি টাকায়।

Advertisements

তবে এই সুন্দর প্রাসাদটি কোথায় অবস্থিত জানেন?ক্যালিফোর্নিয়া শহরের সান্টা ক্লারা কান্ট্রির লস অ্যালটসে সুন্দর পিচাইয়ের এই প্রাসাদ সমান বাড়িটি (House of Sundar Pichai) অবস্থিত। কি ভাবছেন শুধুমাত্র বাইরেটি সুন্দর? না শুধু বাইরেটি নয় ভিতরেও রয়েছে বিভিন্ন রকম চোখ ধাঁধানো অন্দরসজ্জা। সুন্দর পিচাইয়ের এই বাড়ির অন্দরসজ্জা বিখ্যাত কোনও ইন্টেরিয়র ডিজাইনার করেন নি, বরং করেছেন তার স্ত্রী অঞ্জলি পিচাই। তবে পিচাই পরিবারের এই বিলাসবহুল বাড়ির শুধু অন্দরসজ্জার খরচ হলো ৪৯ কোটি টাকা।

Advertisements

এখানে আছে বিশালাকার একটি পুকুর, তেমনই রয়েছে পাঁচতারা হোটেলের মতো ইনফিনিটি পুলও। অত্যাধুনিক ও বিলাসবহুল এই প্রাসাদে আসলে আপনার মনে হবে যেন কোন পাঁচ তারা হোটেলে কিংবা কোন রাজার প্রাসাদে উপস্থিত হয়েছেন। এখানে শরীরচর্চার জন্য জিম এবং স্পা রয়েছে।এছাড়া আমোদের জন্য আলাদাভাবে আছে বিরাট একটি ওয়াইন সেলার।

এমনকি লিফটের ব্যবস্থা পর্যন্ত আছে বাড়ির ভিতরে। সন্তানদের দেখভাল ও বাড়ির দেখাশোনা যাতে ভালোভাবে হয় তার জন্য আলাদা কতগুলো কোয়ার্টারের ব্যবস্থা ও পর্যন্ত রয়েছে। তবে শুধুই কি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আছে এই বাড়িতে? মোটেই না, পাশাপাশি পরিবেশ সচেতনতার উপর যথেষ্ট খেয়াল রেখেছেন গুগলের সিইও। এমনকি তাঁর বাড়িতে বসানো আছে সোলার প্যানেল।

Advertisements