ফেসবুকে প্রেমের টান! সোনাদানা নিয়ে বাড়ি থেকে উধাও ২৬ বছরী গৃহবধূ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওড়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের পিংলা, একের পর এক জায়গায় গৃহবধূদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোথাও রাজমিস্ত্রিদের সঙ্গে, কোথাও আবার টোটো চালক, প্রতিটি ক্ষেত্রেই বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব উঠে এসেছে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ধুপগুড়িতে।

Advertisements

ধুপগুড়ির ঠাকুরপাঠ এলাকার বছর ২৬ এর এক গৃহবধূ গত সপ্তাহের বুধবার থেকে নিখোঁজ রয়েছেন। গত সপ্তাহের বুধবার দুর্গা কর নামে ওই গৃহবধূ হঠাৎ তার ছয় বছরের কন্যা সন্তানকে নিয়ে উধাও হয়ে যান। দীর্ঘক্ষণ ধরে বাড়িতে না ফেরার কারণে তার স্বামী প্রদীপ কর থানার দ্বারস্থ হয়েছেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য।

Advertisements

স্থানীয়দের সন্দেহ, ওই গৃহবধূ ফেসবুকে কারো সঙ্গে পরিচিতি থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর তারা দুজনের মধ্যে কথাবার্তা শুরু করেন। অচেনা নম্বরে বিভিন্ন সময় কথা বলতে দেখা যেত বলে দাবি পরিবার এবং প্রতিবেশীদের। এরই পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে প্রণয় ঘটিত কারণেই হয়তো ওই গৃহবধূ বাড়ি ছেড়েছেন।

Advertisements

তবে তার স্বামী প্রদীপ কর দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে পাচার চক্র জড়িয়ে থাকতে পারে। সেই জন্যই তিনি থানার দ্বারস্থ হয়েছেন যাতে তাদের খুঁজে বের করা যায়। প্রদীপ বাবু আরও জানিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ৭০ হাজার টাকা মত নগদ এবং বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে চলে যান দুর্গা। এভাবে সোনা দানা টাকা-পয়সা নিয়ে উধাও হওয়ার ঘটনায় সন্দেহ জোরদার হচ্ছে।

ধূপগুড়ির ঠাকুরপাঠ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা প্রদীপ করের সঙ্গে দুর্গার বিয়ে হয় আনুমানিক আট বছর আগে। দু’বছরের মধ্যেই তাদের কোলে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। যে কন্যা সন্তানের বয়স এখন ছয় বছর। তাদের সুখের সংসারের মধ্যে এমন সাম্প্রতিক কালের ঘটনা নাড়া দিচ্ছে এলাকার বাসিন্দাদের।

Advertisements