Housing Scheme of Bengal: এবার থেকে সাধারণ মানুষ আবাস যোজনা পাবে রাজ্যের সিদ্ধান্তে, কেন্দ্রের শর্তে নয়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Housing Scheme of Bengal : রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন সময়ে কল্যাণমূলক নানা প্রকল্প গ্রহণ করেছে। এবার রাজ্যের সিদ্ধান্তে সাধারণ মানুষ আবাস যোজনার বাড়ি পাবে কেন্দ্রের চাপানো শর্তে নয়। মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েই রাজ্য সরকার আবাস যোজনার বাড়ি বিলি করবে আবেদনকারীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন।

Advertisements

গত মঙ্গলবার নবান্নে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবং কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার ও শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শস্যবিমা এবং আবাস যোজনার (Housing Scheme of Bengal) অর্থবিলির শর্ত কি হবে এই নিয়ে বিশেষ আলাপ-আলোচনা হয়েছে এই বৈঠকে। মুখ্যমন্ত্রী এই বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কেন্দ্রীয় শর্ত মেনে আর হবে না কোন রকম আবাস যোজনার বাড়ি বিলি। আবাসের বাড়ি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের অভিমুখ হবে মানবিক। বাংলা আবাস প্রকল্পের জন্য কেন্দ্রীয় শর্ত লাগু করা হবে না।

Advertisements

আরো পড়ুন: ফের পেছালো প্রাথমিক টেট! আইনি জটের ফলে নিয়োগ দেরি

রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে আবাস যোজনার বাড়ি বিলি (Housing Scheme of Bengal) নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট টানাপড়েন সম্পর্ক সৃষ্টি হয়েছে। আবাস যোজনার প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্র বন্ধ করে দিয়েছে রাজ্যের জন্য বরাদ্দ করা টাকা। অভিযোগ উঠেছে যে, লক্ষ লক্ষ মানুষের প্রাপ্য টাকা আটকে দেওয়া হয়েছে। রাজ্যের শাসকদল বারবার এই বিষয়টি দিল্লির দরবারে পেশ করলেও কোনোরকম সুরাহা মেলেনি।আবাসের টাকা মেলেনি। রাজ্য সরকারের তরফ থেকেই শেষমেষ এই টাকা দেবার কথা ঘোষণা করা হয়েছে।

Advertisements

আরো পড়ুন: ১২০০ এর থেকেও বাড়তে পারে লক্ষ্মী ভান্ডারের টাকা! সূত্রের খবর ঠিক কি

এইরকম পরিস্থিতির মধ্যেই মঙ্গলবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্যে আবাস যোজনার তালিকা সম্পূর্ণ ভুলে ভরা। ১৭টা টিম পাঠিয়েছিল ভারত সরকার। তালিকা অনুযায়ী অযোগ্য প্রার্থীদের আবাস যোজনা টাকা দেওয়া হয়েছে এবং যারা ন্যায্য প্রার্থী তাদের কোনরকম টাকা দেওয়া হয়নি।

রাজ্যের শাসকদল যদিও এই অভিযোগ চূড়ান্তভাবে অস্বীকার করেছে। দলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের বক্তব্য, দু’একটি ক্ষেত্রে যদি কোনরকম ভুল হয়েও থাকে তা শুধরে নেওয়ার চেষ্টা করা হবে।কিন্তু বিরোধী দলের লোকেরা এই প্রকল্প যাতে বন্ধ রাখা যায়, তাই অপপ্রচার চলছে। আবাস যোজনার টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করেনি। অন্যদিকে মুখ্যমন্ত্রী যখনই আবাস যোজনার টাকা (Housing Scheme of Bengal) দিতে গেছে তাকে বাধা দেবার চেষ্টা করা হয়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, কেন্দ্রের শর্তে নয়, মানবিক দৃষ্টিভঙ্গিতে আবাসের বাড়ি দেওয়া হবে।

Advertisements