Allu Arjun: জেলে এক রাত কেমন কাটালেন আল্লু অর্জুন, কী কী সুবিধা দেওয়া হয়েছিল তাকে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Allu Arjun: গত চৌঠা ডিসেম্বর সন্ধ্যায় হায়দ্রাবাদের এক প্রেক্ষাগৃহে পুষ্পা ১, সিনেমার দ্বিতীয় পার্ট পুষ্পা টুঃ দ্য দ্য- ছবির বিশেষ প্রদর্শন ছিল। প্রদর্শনে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন সহ ছবির অন্য কলা কুশলীরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সেখানে প্রচুর ভক্তের সমাগম হয়। অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান এক পয়ত্রিশ বছরের মহিলা এবং তার পুত্র আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি। এই ঘটনায় মৃত মহিলার স্বামী আল্লু অর্জুন সহ আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই ঘটনায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন।

Advertisements

তবে গ্রেপ্তার হলেও সেদিনই হাইকোর্টের ট্রায়াল বসে এবং অন্তর্বর্তীকালীন জামিন পান আল্লু অর্জুন (Allu Arjun)। তবে তা সত্ত্বেও আইনি প্রক্রিয়া সমাপ্ত করার জন্য এক রাত সংশোধনাগার এই কাটাতে হয় এই দক্ষিণী তারকাকে। গত শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ তাকে সংশোধনাগারে নিয়ে আসা হয় এবং পরদিন সকাল ৬টা ২০ তেই তাকে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ বলতে গেলে গোটা একটার রাত তাকে বাধ্য হয়েই সংশোধনাগারে কাটাতে হয়। তবে জনমানসে একটাই প্রশ্ন যে, এত বড় তারকা হয়ে তিনি জেলে কেমন কাটালেন?

Advertisements

তবে কারারক্ষীরা জানিয়েছেন আল্লু অর্জুন জেলে মোটের উপর স্বাভাবিকই ছিলেন। তাকে কখনোই বিষন্ন বা চিন্তিত দেখা যায়নি। জেলের দেওয়া সাধারণ খাবারই খেয়েছেন এবং ওই ঘটনায় অভিযুক্ত অন্যান্যদের সঙ্গে জেলে এক কামাতেই ছিলেন আল্লু অর্জুন (Allu Arjun)। জেলের এক পুলিশ আধিকারিক জানান জেলে সাধারণত সন্ধ্যে পাঁচটার দিকে খাবার দেওয়া হয়। তবে তিনি সন্ধ্যে ছটা নাগাদ জেলে আসায়, তাকে তখনই খাবার দেওয়া হয়। জেলের সাধারণ ভাত-তরকারিই তাকে দেওয়া হয়। এবং তিনি জেলের সেই সাধারণ খাবারই খেয়েছেন, কোনরকম বিশেষ আবদার তিনি করেননি।

Advertisements

আরও পড়ুন:Pushpa 2 The RulePushpa 2 The Rule: ব্লকবাস্টার পুষ্পা ২-এ বাজিমাত বাঁকুড়ার মেয়ের, রইলো তার আসল পরিচয়

যদিও আদালতের নির্দেশ ছিল যে, তার জামিন হয়ে যাওয়া সত্ত্বেও যেহেতু তাকে সংশোধনাগারেই রাখা হয়েছে, তাই তার সুযোগ সুবিধার বিষয়টিকে যেন জেল কর্তৃপক্ষ বিশেষ নজরের সাথে দেখে। বিশেষ সুযোগ সুবিধা বলতে জেলের তরফ থেকে তাকে দেওয়া হয়েছিল আলাদা কক্ষ, টেবিল ও চেয়ার। তবে আল্লু অর্জুন (Allu Arjun) অন্যান্য অভিযুক্তদের সঙ্গেই সংশোধনাগারে রাত কাটিয়েছেন। এবং আলাদা সুযোগ নিতেও প্রাথমিক ভাবে অস্বীকার করেছিলেন।

পরদিন সকালে ছাড়া পেয়ে তিনি জানান যে তিনি ভালো আছেন। তাই চিন্তার কোন কারণ নেই। সেই সাথে তিনি তার ভক্তদের, পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন তিনি একজন সচেতন নাগরিক এবং আইন মেনে চলেন আইনকে সম্মান করেন। উক্ত ঘটনার আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবেন এবং তার জন্য যা করতে হয় তিনি করবেন বলেও জানান আল্লু অর্জুন (Allu Arjun)।

Advertisements