Kanchan Mullick Son: ২ লাখ ৭৫ হাজার শুধু স্কুলে ভর্তি ফি, কীভাবে চলছে কাঞ্চন পুত্র ওশের পড়াশুনার খরচ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kanchan Mullick Son: পিঙ্কি ব্যানার্জির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কিছুদিনের মধ্যেই আবার বিয়ে করেন কাঞ্চন মল্লিক। প্রথম স্ত্রী এর সাথে তার এক ছেলে আছে (Kanchan Mullick Son)। বছরের শুরুতে কাঞ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রীময়ী। বিয়ের ৮ মাস পর এই দম্পতি তাদের মেয়েকে স্বাগত জানায়। যদিও শ্রীময়ীর প্রেগনেন্সির খবর তারা তাদের ভক্ত এবং অনুগামীদের সাথে ভাগ করেনি। শ্রীময়ী সম্প্রতি প্রকাশ করেছেন যে তারা এই বছর হোলির কয়েকদিন আগেপরে তিনি তার প্রেগনেন্সি সম্পর্কে জানতে পেরেছিলেন। তাদের এই খবর চাপা রাখার মূল কারণ হল সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিবেগে ভাইরাল হয়েছিল তাঁর বিয়ের ছবি। যা নিয়ে প্রচুর ট্রোল হয়।

Advertisements

অপরদিকে, তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি ও তাদের ছেলে (Kanchan Mullick Son) ওশকে নিয়েও উদ্বিগ্ন ছিলেন অনেকে। পিংকি জানান, তার জীবনে এখন ছেলেকেই প্রাধান্য দেওয়া হয়েছে, রোমান্স বা বিয়ে নয়। তবে মিডিয়ার চোখ ফাঁকি দিতে পারেনি কাঞ্চন ও তার প্রাক্তন স্ত্রী পিংকির ছেলেকেও। প্রশ্ন উঠেছে বিবাহ বিচ্ছেদের পর ছেলের পড়াশুনা ও অন্যান্য খরচ কিভাবে চলবে!

Advertisements

কাঞ্চনের বর্তমান স্ত্রী শ্রীময়ী একটি ভিডিওতে বলেছিলেন যে কাঞ্চনের প্রথম সন্তান তারও সন্তানের মত। কিন্তু এই উক্তি শোনার পর পিংকি যথেষ্ট ব্যঙ্গ করেছেন। এমন কি বলেছেন যে, এই কথা শোনায় তিনি ধন্য। শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক হওয়ার পর যখন পিঙ্কির সঙ্গে ছাড়াছাড়ি হয় সেই সময় কাঞ্চন একবারের জন্যও তার পুত্র ওশের (Kanchan Mullick Son) কাস্টাডি চাননি। কারণ তিনি মনে করেন যে একজন সন্তানকে তার মায়ের থেকে আলাদা করার উচিত নয়।

Advertisements

আরও পড়ুন:Amitabh BachchanAmitabh Bachchan: নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অবশেষে মুখ খুললেন অমিতাভ, কেমন ছিল তার বাবা – মার সম্পর্ক

তবে ডিভোর্সের পর ৫৬ লক্ষ টাকা স্ত্রীর হাতে তুলে দেন। সেখান থেকেই ওশের পড়াশোনার খরচ বা যাবতীয় খরচ চালানোর কথা বলা হয়। আর পাঁচটা সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়ের মতোই পিংকি তার নিজের সন্তানকে বড় করার চেষ্টা করছেন। তাই ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করানো হয়। ওশ এখন ক্লাস ফাইভে পড়ছে। এরকম বড় স্কুলের খরচও অনেক বেশি।

ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হওয়ার সময় ২ লাখ ৭৫ হাজার টাকা ভর্তি বাবদ প্রয়োজন হয়। তারপর প্রতি বছর বছর রেজিস্ট্রেশনের জন্য প্রায় ৫০০০ টাকা এবং তার সাথে মাসিক বেতন আলাদা। তিন মাসে স্কুলে ফি ৩৫,০০০ টাকা। সারা বছরে ১ লক্ষ ৪০ হাজার টাকা খরচ। এছাড়া পড়াশোনার পাশাপাশি কারিকুল অ্যাক্টিভিটিতে বেশ খরচ হয়।

Advertisements