Arvind Kejriwal Popularity: অরবিন্দ কেজরিওয়ালকে কেউ চিনতেন না! তার এমন জনপ্রিয়তার পিছনে ছিলেন এই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদন : সাধারণ একজন সরকারি কর্মচারী থেকে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার রাতে আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন। তার গ্রেপ্তার হওয়ার পর থেকেই গোটা দেশজুড়ে তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে তার গ্রেফতারি যেভাবে সাড়া ফেলে দিয়েছে তাতে তার জনপ্রিয়তা (Arvind Kejriwal Popularity) নিয়ে কোন প্রশ্ন ওঠেনা। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে একসময় কেউ চিনতেনই না।

অরবিন্দ কেজরিওয়ালের পিছনে কোন রাজনৈতিক পরিবার নেই যে ছোট থেকেই তিনি রাজনীতির আঙ্গিনায় জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি খড়গপুর আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছিলেন। এরপর তিনি নিজের কর্মজীবন শুরু করেছিলেন আয়কর দপ্তরে। আয়কর দফতরে আমলা থাকার পর তিনি পরিচিতি লাভ করেন একজন সমাজকর্মী হিসাবে। আর এরপরই তার জীবনে আসতে শুরু করে আমূল পরিবর্তন।

তিনি পরবর্তীতে আন্না হাজারের সাহচর্য হয়ে ওঠেন। এই আন্না হাজারের দৌলতেই অরবিন্দ কেজরিওয়াল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। যদিও পরবর্তীতে আন্না হাজারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল। আন্না হাজারে যখন ২০১১ সালের ৫ এপ্রিল লোকপাল আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনশন শুরু করেন সেই সময় থেকেই অরবিন্দ কেজরিওয়াল তার সাহচর্য হিসাবে জনপ্রিয়তা লাভ করেন। সেই সময় কেন্দ্রে ছিল কংগ্রেস।

আরও পড়ুন 👉 Arvind Kejriwal Property: লাফিয়ে লাফিয়ে বেড়েছে সম্পত্তি, কত টাকার মালিক অরবিন্দ কেজরিওয়াল, পড়াশোনায় বা কতদূর

আন্না হাজারের এই লোকপাল আন্দোলন থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পর অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতির আঙ্গিনাকে বেছে নেন। নিপাট নিরীহ সাধারণ মানুষ গোছের অরবিন্দ কেজরিওয়াল তার রাজনৈতিক দলেরও নাম রাখেন আম আদমি পার্টি। এরই সঙ্গে সঙ্গে তিনি মাফলার ম্যান নামে পরিচিতি লাভ করেন। ধীরে ধীরে রাজনীতির আঙিনা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

২০১১ সালে যখন আন্না হাজারে জন লোকপাল বিল আন্দোলনে নেমেছিলেন তখন সেই আন্দোলন দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। পুলিশি নির্দেশকে উপেক্ষা করার জন্য গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। তবে আন্না হাজারের অনড় সিদ্ধান্ত এবং টানা অনশনের কারণে কিছু করতে বাধ্য হয়েছিল ইউপিএ সরকার। সেই বিলের খসড়া তৈরি করার জন্য কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। ২০১২ সালে ফের সিদ্ধান্ত বদলায় সরকার। আর এরপর আবার এক দফা আন্দোলনে নেমেছিলেন কেজরিওয়াল। কিন্তু ২০১১ সালে আন্দোলনের যে ঝাঁঝ ছিল সেই ঝাঁঝ ২০১২ সালে দেখা যায়নি। ২০১২ সালের মাঝামাঝি সময়ে লোকপাল আন্দোলনের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন আন্না হাজারের বদলে অরবিন্দ কেজরিওয়াল। এরপরই রাজনৈতিক দল গঠন করে ২০১৩ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে প্রথম জয় হাসিল করে তার দল এবং তিনি মুখ্যমন্ত্রী হন।