রেশন ডিলার হলেই মালামাল! কীভাবে পাওয়া যেতে পারে লাইসেন্স

নিজস্ব প্রতিবেদন : রেশন (Ration) ডিলারশিপ থাকলে লাভ অনেক। মালামাল হওয়ার কথা মাথায় রেখে অনেকেই রেশন ডিলারশিপ (Ration Dealership) পেতে চান। তবে রেশন ডিলারশিপ পাওয়ার জন্য ইচ্ছা থাকলেও কিভাবে তা পাওয়া যায় অনেকেই জানেন না। চলুন দেখে নেওয়া যাক রেশন দোকানের মালিক হওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয় এবং কি কি নথি প্রয়োজন হয়।

রেশন ডিলারশিপ পাওয়ার জন্য ইচ্ছুক ব্যক্তিদের আবেদন করতে হয় অনলাইনে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকা খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.food.wb.gov.in এ আবেদন করা যেতে পারে। এছাড়াও আবেদন করা যেতে পারে খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের অফিসে গিয়ে।

রেশন ডিলারশিপ পাওয়ার জন্য সেই সকল ব্যক্তিরাই আবেদন করার জন্য ইচ্ছুক ব্যক্তিকে সংশ্লিষ্ট মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে। থাকতে হবে রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম, সমবায় সমিতি এবং সেলফ হেল্প গ্রুপের সংঘ বা মহাসংঘ।

রেশন ডিলারশিপ পাওয়ার জন্য আবেদন করার সময় এক হাজার টাকা আবেদন ফি হিসাবে জমা দিতে হয়। এই আবেদন ফি জমা দিতে হয় GRIPS পোর্টালের মাধ্যমে। এর জন্য আবেদনকারীকে সেই টাকা জমা দিতে হবে অনলাইনে www.wbifms.gov.in ওয়েবসাইটের মাধ্যমে।

রেশনের ডিলারশিপ নেওয়ার জন্য আবেদন করার সময় জমা করতে হয় আবেদন ফি জমা দেওয়ার চালান। আবেদন করার সময় অন্যান্য যে সকল নথির প্রয়োজন হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্যান কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট বা অন্য কোন সরকারি পরিচয়পত্র। জমা দিতে হবে আবেদনকারীর ঠিকানার পরিচয় পত্র।

এর পাশাপাশি আবেদনকারীকে জমা দিতে হবে তার সর্বোচ্চ শিক্ষার সার্টিফিকেট, আর্থিক সচ্ছলতার প্রমাণ, গোডাউন বা লে-আউটের নকশা, বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, যে বছর আবেদন করা হচ্ছে তার আগের ৩ বছরের আয়কর রিটার্নের প্রতিলিপি এবং আগের তিন বছরের অডিটের প্রতিলিপি।