ক্যামেরার সামনে দাঁড়াতেই পারতো না হৈমন্তী, এইভাবে সুযোগ পান টলিউডে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে নাম জড়িয়েছে রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Gangopadhyay)। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর যেমন উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম, ঠিক সেই রকমই কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বয়ান থেকে হৈমন্তীর খোঁজ পাওয়া যায়।

ইডি (ED) সূত্রে জানা যাচ্ছে, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার হাজার কোটি টাকা রয়েছে। তবে রহস্যময়ী হৈমন্তী এখনো তদন্তকারী অফিসারদের হাতে আসেনি। যে কারণেই রহস্যময়ী হৈমন্তীকে নিয়ে প্রতিনিয়ত কৌতুহল বাড়ছে প্রত্যেকের মধ্যেই। এছাড়াও তাবড় তাবড় তৃণমূল নেতাদের সঙ্গে তার ছবি আরও রহস্য বাড়িয়ে তুলছে।

তবে টলিউডের সঙ্গে যুক্ত থাকা হৈমন্তী গঙ্গোপাধ্যায় অভিনয় তো দূরের কথা তিনি নাকি ক্যামেরার সামনে দাঁড়াতেই পারতেন না। কোন এক মিস্ত্রির কথায় নার্সের চরিত্রে অভিনয় করার সুযোগ তিনি পেয়েছিলেন। কাঠের মিস্ত্রির কথা অনুযায়ী টলিউডের নামী এক পরিচালক তাকে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। আবার অন্য একটি সিনেমায় তিনি অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এক ব্যবসায়ীর হাত ধরে। আর এসব মিলিয়ে তিনি মাত্র তিনটি ছবিতে অভিনয় করেছেন।

তবে মডেল এই অভিনেত্রী মাত্র তিনটি ছবিতে অভিনয় করে থেমে থাকেননি। তিনি নিজেই একটি বিনোদন সংস্থা খুলেছিলেন এবং অনুমান করা হচ্ছে সেই বিনোদন সংস্থার মাধ্যমেই কোটি কোটি টাকা পাচার হয়ে যেত। যে সংস্থাটির কথা বলা হচ্ছে সেই সংস্থাটি রয়েছে বেহালার রামমোহন রায় রোডে। সংস্থাটি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামে না থাকলেও তা রয়েছে আরমান গঙ্গোপাধ্যায়ের নামে। আরমান গঙ্গোপাধ্যায় হলেন গোপাল দলপতির আরেক নাম।

হৈমন্তী গঙ্গোপাধ্যায় জাল নামে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। যে সিনেমাটিতে অভিনয় করতে দেখা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এই ছবিতে হৈমন্তী সুযোগ পেয়েছিলেন হাওড়ার লোহালক্করের ব্যবসায়ীর সূত্র ধরে। এর পাশাপাশি আনটোল্ড লাভ নামে একটি সিনেমাতেও অভিনয় করেছিলেন হৈমন্তী। সিনেমার সূত্র ধরে কতজনের সঙ্গে হৈমন্তী যোগাযোগ রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।