Advertisements

RAC যাত্রীরা কী আলাদা করে কম্বল চাদরের সুবিধা পাবেন! কী বলছে রেলের নিয়ম

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের (Train) উপর ভর করে প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ট্রেনের উপর এমন নির্ভরশীলতা ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড করে তুলেছে। ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা থাকলেও টিকিট নিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। যাত্রী চাহিদা বেশি থাকার কারণে অনেক ট্রেনেই সঠিক সময়ে টিকিট পাওয়া যায় না।

Advertisements

তবে এর মধ্যেও যাতে যাত্রীরা ট্রেনে সফর করতে পারেন তার জন্য রেলের তরফ থেকে কনফার্ম টিকিট ছাড়াও রাখা হয়েছে RAC। এর সাহায্যে দুজন যাত্রী নিজেদের সিট ভাগাভাগি করে ট্রেনে চড়ার অধিকার পান। RAC ব্যবস্থা থাকার ফলে জরুরী ক্ষেত্রে বহু যাত্রী রয়েছেন যারা উপকৃত হন।

Advertisements

স্লিপার ক্লাস ছাড়া যদি AC কেবিনের RAC নিয়ে যাত্রীদের মধ্যে নানান প্রশ্ন রয়েছে। এই সকল প্রশ্নের মধ্যে একটি হল, RAC যাত্রীদের কি আলাদা করে বালিশ, চাদর, কম্বল ইত্যাদির সুবিধা দেওয়া হয়? অনেকেরই এই বিষয়ে সঠিক উত্তর জানা না থাকার কারণে দ্বিধায় পড়ে যান।

Advertisements

আসলে RAC ব্যবস্থায় দুজন যাত্রীকে একটি আসন ভাগ করে দেওয়া হয়। সেক্ষেত্রে রাতে ঘুমানোর জন্য দুজন যাত্রীকে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিতে হয় অর্থাৎ পারস্পরিক সম্মতির পরিপ্রেক্ষিতে দুই যাত্রী পালা করে ঘুমাতে পারেন। দুজন যাত্রী ঘুমাতে না চাইলে পাশাপাশি বসে সফর করতে পারেন।

তবে এই ধরনের যাত্রীদের বালিশ, চাদর এবং কম্বল দেওয়ার ক্ষেত্রে ২০১৭ সালে রেলের তরফ থেকে একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী RAC-তে থাকা দুই যাত্রীকেই আলাদা করে বালিশ, চাদর এবং কম্বল দেওয়ার ব্যবস্থা শুরু হয়। এসি কামরায় থাকা যাত্রীরা যাতে কোনরকম অসুবিধার সম্মুখীন না হন তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে RAC যাত্রীরাও একটি করে বালিশ, কম্বল, চাদর ইত্যাদি পেয়ে থাকেন।

Advertisements