How India’s first bullet train station is going to be: ডিজিটাল ভারত পরিবহন ব্যবস্থার দিক থেকে অনেকটাই এগিয়ে আছে। যত দিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থা। এদেশেও যে বুলেট ট্রেন চালু হতে চলেছে তা আশা করি সবাই অল্পবিস্তর জানেন। বুলেট ট্রেনের স্টেশন তৈরির কাজ প্রায় শেষের পথে। অত্যাধুনিক এই স্টেশন তৈরি হচ্ছে বিশাল জায়গা জুড়ে। বুলেট ট্রেনের এই স্টেশনের মধ্যেই থাকে বিভিন্ন ধরনের অফিস এবং দোকান। ভারতের জনগণ খুব শিগগিরই লাভ করতে চলেছে অত্যাধুনিক এই ট্রেনের অভিজ্ঞতা। সবার মনে একটাই প্রশ্ন কেমন হবে এই স্টেশনকে দেখতে (First Bullet Train Station)? স্টেশনের এক ঝলক সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছিল যা সত্যি বিস্ময়কর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও শেয়ার করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমেদাবাদের সবরমতী মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাবে তৈরি হচ্ছে এই স্টেশন (First Bullet Train Station)। ছবিতে যে স্টেশনের চিত্র ধরা পড়েছে তার সত্যিই অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া।
ভারতের জনগণের কাছে এ যেন এক বিশাল পাওনা। ভারতে তৈরি প্রথম বুলেট ট্রেন স্টেশনে (First Bullet Train Station) গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের চিত্র সুন্দরভাবে চিত্রিত আছে। মোট ১ লক্ষ ৩৩ হাজার বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে সেই স্টেশন। এমনকি যাত্রীরা যাতে সুন্দর ভাবে বিশ্রাম নিতে পারে সেই ব্যবস্থাও আছে এখানে।
আরও পড়ুন ? Indo-Swiss Railway: সুইজারল্যান্ডের মত ভারতের মাটিতে দৌঁড়াবে ট্রেন, যুক্ত হতে চলেছে সুইস প্রযুক্তি!
পাশাপাশি মুম্বই ও আমেদাবাদের মাঝখানে যে হাই স্পিড রেল করিডর তৈরি হবার কথা ছিল তার কাজ চলছে পুরোদমে। এই করিডর আসলে ৫০৮ কিলোমিটার দূরে থাকা দুই অর্থনৈতিক হাবকে যুক্ত করবে। এমনকি ৫০৮ কিলোমিটারের মধ্যে ২৬ কিলোমিটার জুড়ে থাকবে টানেল, থাকবে ১০ কিলোমিটার সেতু। ভারতের একবার বুলেট ট্রেন চালু হয়ে গেলে জনগণের যাতায়াতের ক্ষেত্রে এক নয়া জাগরণ ঘটবে। অতএব প্রথম চালু হওয়া বুলেট ট্রেনের স্টেশনকে (First Bullet Train Station) সাজাতেও হবে সবথেকে সুন্দরভাবে এবং সেই দিক থেকে কোনরকম প্রচেষ্টায় ফাঁকি দেয়নি কেন্দ্রীয় সরকার।
Terminal for India's first bullet train!
?Sabarmati multimodal transport hub, Ahmedabad pic.twitter.com/HGeoBETz9x
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 7, 2023
গত মাসে ন্যাশনাল হাইস্পিড কর্পোরেশনের তরফ থেকে কি জানানো হয়েছে? বান্দ্রা কুরলা কমপ্লেক্স স্টেশন তৈরির কাজ মোটামুটি এগিয়ে গেছে। এই কাজ সম্পূর্ণ শেষ হতে সময় লাগবে ২০২৭ সাল। মাটির তলাতেই প্রথম তৈরি হবে এই স্টেশন এবং এখানে থাকবে ৬টি প্লাটফর্ম। স্টেশনগুলোর এমন জায়গা থাকবে যেখানে সহজেই দাঁড়াতে পারবেন ১৬টি কোচের ট্রেন।