Mobile charging Electricity Cost: বর্তমান সময়ে মোবাইল সমাজের সব বয়সী মানুষের কাছে বিনোদনের অঙ্গ হয়ে উঠেছে। বাচ্চাদের কার্টুন থেকে শুরু করে বড়দের জন্য সিনেমা বা জন্য নতুন ওয়েব সিরিজ সবই এখন ফোনে দেখা যায়। মুঠোফোনের মধ্যেই এখন উপভোগ করা যায় দেশ বিদেশের বিভিন্ন খবর এবং খেলাধুলা সম্পর্কে। ফলে স্মার্টফোন এখন সাধারণ মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। ফোনের চার্জ শেষ হলে পুনরায় চার্জ করার সময় এলে মনে হয় কতক্ষন ফোনটি চার্জ সম্পূর্ণ হবে।
কখনও কি ভেবে দেখেছেন সবসময়ের বিনোদনের সঙ্গী এই মোবাইল ফোনটি চার্জ হতে কত খরচ (Mobile charging electricity Cost) হয়! স্মার্টফোনের দৌলতে এখন প্রায় প্রত্যেকের কাছে একটি করে স্মার্ট ফোন পাওয়া যাবেই। স্মার্ট ফোন ছাড়া যেনো সময়ই কাটেনা। এছাড়াও খাবার, বেড়ানো, যাতায়াত, বিয়ে সব কিছুতেই এখন ব্যবহার হয়।
আরো পড়ুন: জিও গ্রাহকদের জন্য বাম্পার খবর! ৬০১ টাকা রিচার্জে মিলবে সারাবছর আনলিমিটেড ৫জি ডাটা
এছাড়াও কাজের সূত্রে ফোন সারাদিন ব্যবহার করতে হয় অনেককে। কিন্তু এতে বারবার চার্জ দেওয়াতে হয়। জানেন বারবার এই চার্জ দিতে (Mobile charging electricity Cost) মোবাইল ফোনের জন্য প্রতি মাসে কত খরচ হচ্ছে! আজকের প্রতিবেদনে এই বিষয়েই ধারণা দেওয়া হচ্ছে। এখন যেই হারে জিনিস পত্রের দাম বাড়ছে তাতে বিদ্যুতের দামও থেমে নেই। সম্প্রতি আবার টেলিকম সংস্থাগুলিও ট্যারিফ প্ল্যানের মূল্য বাড়িয়ে দিয়েছে। তাহলে মাসের শেষে স্মার্ট ফোনের পিছনে মোট কত খরচ হচ্ছে এটা জেনে নিতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আরো পড়ুন: বিশাল সফলতা, অত্যাধুনিক ভারতের তৈরি অস্ত্র কিনতে এবার মুখিয়ে ফ্রান্সও
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সেখানে মোবাইলে চার্জ দিতে কত খরচ হয় সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আর এরপর থেকে হুলস্থূল পড়েছে গোটা সমাজ মাধ্যম জুড়ে। ৫০০০ mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন দের ধরেই এই হিসেব দেওয়া হয়েছে।বেশিরভাগ ব্যবহারকারীরা এই শক্তিশালী ব্যাটারি দেওয়া ফোন ব্যবহার করে থাকেন এবং বেশিরভাগ মানুষ প্রতিদিন একবার ০ থেকে ১০০ শতাংশ চার্জ দিয়ে থাকেন।
সাধারণত ৫ ভল্টের চার্জার দিয়ে চার্জ হয় মোবাইলগুলি। এর অর্থ ১৫০*৫ ওয়াট প্রতি ঘণ্টায় বিদ্যুৎ খরচ হয়। বা এক কথায় ৭৫০ ওয়াট প্রতি ঘন্টা বা ০.৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয় (Mobile charging electricity Cost)। সেখানে প্রতি ইউনিটের খরচ পড়ে ৭ থেকে ৮ টাকা। সেইভাবে হিসেব করলে প্রতি ঘণ্টায় ৫.৬৮ টাকার কিছু বেশি খরচ হয়। অর্থাৎ মোবাইল চার্জের খরচ খুব সামান্যই!